Maha Saptami 2022 Wishes: শুভ সপ্তমীর আনন্দের মাঝে প্রিয় মানুষদের পাঠান এইসব Facebook Greetings, WhatsApp Status, GIFs, HD Wallpapers এবং SMS শুভেচ্ছাগুলি

উত্তর থেকে দক্ষিণ, ম্যাডাক্স স্কোয়ার থেকে টালাপার্ক, বেহালা ক্লাব-সুরুচি সঙ্ঘ থেকে শ্রীভূমিতে ঠাকুর দেখার পালা। এই কটা দিন সময় হয় বন্ধু, আত্মীয়দের সঙ্গে সময় কাটানোর। এই কটা দিন সকাল, দুপুর, সন্ধ্যা, রাত সময় করে পাঠাতে হয় শুভেচ্ছাবার্তা।

আজ দুর্গাপূজার মহাসপ্তমী । দেখতে দেখতে পূজো যেন এগিয়েই চলেছে । এইতো সেদিন দেখছিলাম পুজোর বাকি  আরও ৩০দিন আর আজই সপ্তমী ।শারদীয়ার আনন্দে মেতেছে বাঙালি। কটা দিন সব ভুলে উৎসবে গা ভাসানোর পালা। উত্তর থেকে দক্ষিণ, ম্যাডাক্স স্কোয়ার থেকে টালাপার্ক, বেহালা ক্লাব-সুরুচি সঙ্ঘ থেকে শ্রীভূমিতে ঠাকুর দেখার পালা। এই কটা দিন সময় হয় বন্ধু, আত্মীয়দের সঙ্গে সময় কাটানোর। এই কটা দিন সকাল, দুপুর, সন্ধ্যা, রাত সময় করে পাঠাতে হয় শুভেচ্ছাবার্তা।তাই সপ্তমীর এই শুভ দিনে 'লেটেস্টলি' (LatestLY  Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তাগুলি।