Lakshmi Puja 2021 Wishes: রাত পোহালেই লক্ষ্মীপুজো, ধনদেবীর আরাধনায় আপনজনকে শেয়ার করুন এই শুভেচ্ছা
রাত পোহালেই লক্ষ্মীপুজো। এমনিতেই বর্ষায় বিধ্বস্ত চতুর্দিক। তায় ধনদেবীর আরাধনায় চলছে তোরজোর। আশ্বিন মাসের (Aswin) শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Kojagari Laxmi Puja) আরাধনা হয়।
Lakshmi Puja 2021 Wishes In Bengali: রাত পোহালেই লক্ষ্মীপুজো। এমনিতেই বর্ষায় বিধ্বস্ত চতুর্দিক। তায় ধনদেবীর আরাধনায় চলছে তোরজোর। আশ্বিন মাসের (Aswin) শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Kojagari Laxmi Puja) আরাধনা হয়। বাঙালির ঘরে ঘরে এ এক চিরন্তন প্রার্থনা। এদিন প্রতিটি বাঙালি ঘরেই দেবী লক্ষ্মী আরাধ্যা হয়ে থাকেন। বেশিরভাগ বাঙালিই বছরভর প্রতি বৃহস্পতিবার (Thursday) লক্ষ্মীর পুজো করে থাকে। এছাড়াও শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে (Diwali) লক্ষ্মীর পুজো হয়। লক্ষ্মীপুজো উপলক্ষে আত্মীয় পরিজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার এই শুভেচ্ছা বার্তা।
Messages: শুভ লক্ষ্মীপুজো
Messages: লক্ষ্মীপুজোর শুভেচ্ছা
Messages: শুভ লক্ষ্মীপুজো