Thiruvananthapuram: বিজয়া দশমীর শুভ দিনে কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে শিশুদের হাতেখড়ি, দেখুন ভিডিও
বিজয়া দশমীর দিন কেরালা রাজভবনে বিদ্যারম্ভম অনুষ্ঠানে রাজ্যপাল আরিফ মহম্মদ খান শিশুদের হাতেখড়ি দিইয়ে দিচ্ছেন।
কেরালা: আজ বিজয়া দশমী। শেষ হচ্ছে নবরাত্রি পর্ব ও শারদীয়া উৎসব। আজ এই দিনে কেরালা রাজভবনে বিদ্যারম্ভম অনুষ্ঠান (Vidyarambham Ceremony) আয়োজন হয়। বিজয়াদশমীর দিন রাজ্যপাল আরিফ মহম্মদ খান (Governor Arif Mohammed Khan) শিশুদের হাতেখড়ি দিইয়ে দিচ্ছেন।
বিদ্যারম্ভম হলো হিন্দুদের একটি শুভ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শিশুদের প্রথম হাতে খড়ি দেওয়া হয়। অর্থাৎ শিশুরা প্রথম দিন শিক্ষা শুরু করে। বিদ্যারম্ভাম অনুষ্ঠানটি বিদ্যার দেবী সরস্বতীকে উৎসর্গ করা হয়। বিদ্যারম্ভম দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে জনপ্রিয়। বিদ্যারম্ভম অনুষ্ঠানের নামটি সংস্কৃত শব্দ "বিদ্যা" থেকে এসেছে, যার অর্থ 'জ্ঞান' এবং "আরম্ভম", যার অর্থ 'শুরু।'
দেখুন ভিডিও