Jamai Sasthi 2024: জামাইয়ের মঙ্গল কামনায় পালিত হয় জামাই ষষ্ঠী, জেনে নিন কীভাবে শুরু হয় জামাই ষষ্ঠী পালনের প্রথা...
পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব হল জামাই ষষ্ঠী। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের ২৯ তারিখ পালন করা হচ্ছে জামাই ষষ্ঠী উৎসব। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৪ সালে ১২ জুন, বুধবার পালন করা হয় এই উৎসব। চন্দ্র মাসের ষষ্ঠ দিনটিকে বলা হয় ষষ্ঠী এবং বাড়ির মেয়ের স্বামীকে বলে জামাই। জামাই ষষ্ঠী হল একটি আনন্দদায়ক উৎসব। বাঙালি সংস্কৃতির জন্য বিশেষ গুরুত্ব বহন করে জামাই ষষ্ঠী উৎসব।
পৌরাণিক কাহিনী অনুসারে, একজন মহিলার বাড়িতে যা রান্না হত সব খেয়ে নিয়ে বিড়ালের উপর দোষ চাপিয়ে বলত বিড়াল তার বাড়ির সমস্ত খাবার খেয়ে নিচ্ছে। দেবী ষষ্ঠীর বাহন বিড়াল। বিনা কারণে তার বাহনের উপর বারবার দোষ চাপানোর কারণে তিনি ক্ষুব্ধ হয়ে যান। দেবী ষষ্ঠীর অভিশাপে মহিলার একটি সন্তান জন্ম হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। এরপর ওই মহিলা নিজের দোষ স্বীকার করে মন থেকে পুজো করে দেবী ষষ্ঠীর। তার পুজোয় দেবী সন্তুষ্ট হয়ে তার সন্তানকে ফিরিয়ে দেন। কিন্তু ওই মহিলার বাড়ির লোকেরা তার উপর অসন্তুষ্ট ছিল।
অনেকদিন পর মহিলার বাবা-মা সব কিছু ভুলে মেয়ে জামাইকে বাড়িতে আমন্ত্রণ করে ষষ্ঠী পুজো করে। সেই দিন থেকে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী পরিচিত হয় জামাই ষষ্ঠী নামে। ষষ্ঠী পুজোয় দেবী ষষ্ঠীর কাছে মেয়ে জামাইয়ের উন্নতি এবং খুশি জীবনের আশীর্বাদ চান শাশুড়িরা। এদিন মেয়ে জামাইয়ের জন্য ভুঁড়িভোজের আয়োজন করেন শাশুড়িরা, যার মধ্যে নিরামিষ এবং আমিষ সব ধরনের খাবারই থাকে। এছাড়া জামাইকে আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহার প্রদান করে দুজন দুজনকে। ঘরে ঘরে খুব আনন্দের সঙ্গে ধুমধাম করে পালন করা হয় জামাই ষষ্ঠী উৎসব।