IPL Auction 2025 Live

International Students Day 2024: আন্তর্জাতিক ছাত্র দিবস কবে? জেনে নিন আন্তর্জাতিক ছাত্র দিবসের ইতিহাস এবং গুরুত্ব...

প্রতি বছর ১৭ নভেম্বর পালন করা হয় আন্তর্জাতিক ছাত্র দিবস। সারা বিশ্বের প্রতিটি শিশু শিক্ষা লাভ করে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হল এই দিনটি পালন করার একমাত্র লক্ষ্য। ১৯৩৯ সালে ১৭ নভেম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, নাৎসিরা প্রাগ বিশ্ববিদ্যালয়ের ৯জন পড়ুয়া এবং বেশ কয়েকজন অধ্যাপককে হত্যা করা হয়। এছাড়াও প্রায় ১২০০ শিশুকে ক্যাম্পে পাঠানো হয়, যার মধ্যে মাত্র কয়েকজন বেঁচে থাকতে পারে। সেই শিশুদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে ১৭ নভেম্বর পালন করা শুরু হয় আন্তর্জাতিক ছাত্র দিবস।

প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা শেষ করতে বিদেশে যায়। ভারতের বেশিরভাগ শিক্ষার্থী রাশিয়া, ইউক্রেন, চীন, আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় যায়। আন্তর্জাতিক ছাত্র দিবসে তাদের কর্মজীবনের প্রতি এই শিশুদের ত্যাগ এবং উৎসর্গের চেতনাকে সম্মান করা উচিত। বাড়ি থেকে দূরে পড়াশোনা করা এসব শিক্ষার্থীও হোমসিকনেসের শিকার হয়। অনেক সময় তাদের ভাষা সংক্রান্ত সমস্যা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়। আন্তর্জাতিক ছাত্র দিবসের অজুহাতে, এই মেধাবী শিশুদের উদযাপন করার সুযোগ পায় গোটা বিশ্ব।