Independence Day 2022: প্রিয়জনদের আগাম পাঠিয়ে দিন স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা, শেয়ার করুন Facebook, Twitter, Instagram এ

দেশের মাটি ফিরে পাওয়ার লড়াই। যুদ্ধ, আন্দোলন আর নিজেদের স্বতন্ত্রতা বাঁচিয়ে রাখার অক্লান্ত চেষ্টা। ব্রিটিশ বন্দিদশা থেকে ভারতবর্ষের মুক্তির স্বপ্ন, আকাঙ্খা আর চাহিদায় দিন গুনেছিলেন প্রতিটা মানুষ। অন্যায় অত্যাচার, সহস্র প্রাণের বলিদানের শেষ দিন ১৯৪৭ সালের ১৫ অগস্ট। শহিদের রক্ত বিফলে না যাওয়ার সেই ১৫ অগস্ট, স্বাধীনতা সংগ্রামীদের স্পর্ধায় হাজার অপমানের পর নিজের মর্যাদা ফিরিয়ে আনার সেই ভারতবর্ষ আজও সমান মহিমায় উদ্ভাসিত।

আমাদের একটি গর্বের দিন স্বাধীনতা দিবস। তার আগেই পরিচিতদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে উদযাপন  করে নেওয়া যাক  আজাদি কা অমৃত মহোৎসব। কিন্তু এবার বন্ধুদের কিংবা আত্মীয় পরিচিতদের কী শুভেচ্ছা বার্তা পাঠাবেন ভাবছেন? কী ভাবে দিনটি আরও বিশেষ করে তুলবেন ? দেশের জন্য যে বীররা নিজেদের জীবন উৎসর্গ করেছেন আসুন তাঁদের স্মরণ করি, শ্রদ্ধা জানাই লেটেস্টলি(Latestly)  বাংলার স্বাধীনতার শুভেচ্ছা বার্তা দিয়ে।

Photo Credit_ Latestlymedia.com
Photo Credit_ Latestlymedia.com
Photo Credit_ Latestlymedia.com
Photo Credit_ Latestlymedia.com
Photo Credit_ Latestlymedia.com