Happy Dhanteras 2022 Wishes:ধনতেরাস উপলক্ষ্যে প্রিয়জনদের পাঠিয়ে দিন লেটেস্টলি বাংলার এই শুভেচ্ছাবার্তা, শেয়ার করুন  WhatsApp, Facebook, Instagram, twitter এ

আগামী ২৩ অক্টোবর, রবিবার সারাদেশে ধনতেরাস উত্‍সব পালিত হবে। তার আগে এই উত্‍সবকে ঘিরে শুরু হয়েছে ব্যস্ততা।

আগামী ২৩ অক্টোবর, রবিবার সারাদেশে ধনতেরাস উত্‍সব পালিত হবে। তার আগে এই উত্‍সবকে ঘিরে শুরু হয়েছে ব্যস্ততা। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উত্‍সব ধনত্রয়োদশী। ধন হল অর্থ আর তেরাস হল ত্রয়োদশী।এইদিনে দেবী লক্ষ্মী,কুবের ও ভগবান ধন্বন্তরীর পুজোও করা হয়।  ধনতেরাস উপলক্ষে LatestLY বাংলার  শুভেচ্ছা বার্তা পাঠান আত্মীয় পরিজনকে।