Guru Purnima 2022: গুরুর আশীর্বাদে আমাদের শৈশব থেকে বার্ধক্যের কঠিন রাস্তাও সহজ হয়ে ওঠে,আজ তাদের জন্য রইল প্রনামসহ শুভেচ্ছা বার্তা
আষাঢ় মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে পালন করা হয় গুরু পূর্ণিমা। আজ ১৩ই জুলাই সেই পুণ্য তিথি। আমাদের জীবনে মা বাবাই হলেন প্রথম গুরু। কারণ শৈশবের প্রথম পাঠ আমরা তাদের কাছ থেকেই পেয়ে থাকি। তারপর আমাদের জীবনে আসেন শিক্ষক এবং অধ্যাপকরা। শিক্ষার অঙ্গণে তারাই আমাদের পথ দেখান। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার পথ প্রদর্শক হন তারাই। যারা ধর্মের পথে জীবন অতিবাহিত করেন গুরু তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছে দিতে চেষ্টা করেন। তাই জীবনের প্রতিটা ক্ষেত্রে গুরুদের অবদান অনস্বীকার্য। গুরু পূর্ণিমার শুভ লগ্নে তাই সকল গুরুদের রইল শ্রদ্ধা সহ প্রণাম।