Goa Statehood Day 2024: গোয়া রাজ্য দিবস কবে? কেন পালিত হয় গোয়া রাজ্য দিবস? জেনে নিন এই দিনের ইতিহাস...
ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত সুন্দর রাজ্য গোয়া। প্রতি বছর ৩০ মে আড়ম্বরের সঙ্গে পালন করা হয় গোয়া রাজ্য দিবস। ১৯৭৬ সালে, গোয়ার জন্য পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করে একটি রেজুলেশন জারি করে গোয়া বিধানসভা। এরপর ১৯৮৭ সালের ৩০ মে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় গোয়া। পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পরে ভারতের ২৫ তম রাজ্যে পরিণত হয় গোয়া। সেই থেকে প্রতি বছর ৩০ মে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করা হয় গোয়া রাজ্য দিবস।
ভারতের স্বাধীনতার ১৪ বছর পরেও পর্তুগালের একটি অংশ ছিল গোয়া। ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর পর্তুগিজ শাসন থেকে স্বাধীন হয় গোয়া। তবে পর্তুগিজদের শাসন থেকে স্বাধীন হলেও গোয়া মহারাষ্ট্রের একটি অংশ হওয়া উচিত কিনা তা নিয়ে শুরু হয় লড়াই। কিন্তু গোয়াকে ভিন্ন অঞ্চল রাখার পক্ষে ভোট দেয় গোয়ার জনগণ। ১৯৮৭ সালের ৩০ মে গোয়াকে একটি পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় এবং গোয়ার রাজধানী করা হয় পানাজিকে।
গোয়া হল ভারতের সবচেয়ে ছোট রাজ্য, যা সুন্দর সৈকত এবং অসাধারণ ভবনের জন্য বিখ্যাত। ভারতের অংশ হওয়ার আগে পর্তুগালের একটি অংশ ছিল গোয়া, প্রায় ৪৫০ বছর ধরে গোয়ার উপর শাসন করেছিল পর্তুগাল। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর গোয়া ছেড়ে যেতে বলা হয় পর্তুগিজদের। তবে গোয়া ছাড়ার পরিবর্তে আরও ১৪ বছর শাসন করে পর্তুগিজরা। ১৯৬১ সালে অপারেশন বিজয়ের মাধ্যমে গোয়াকে স্বাধীন করে ভারত এবং ১৯৮৭ সালের ৩০ মে একটি পূর্ণ রাজ্যে পরিণত হয় গোয়া। এইভাবেই ভারতের ২৫তম রাজ্য হয়ে ওঠে গোয়া।