Eid-E-Milad-Un-Nabi 2021 Wishes: আজ ১২ রবিউল আওয়াল উপলক্ষে আপনজনকে পাঠিয়ে দিন এই শুভেচ্ছা বার্তা

আজ ১২ রবিউল আওয়াল। মহানবি হজরত মহম্মদ সাঃ এর জন্মদিন। এই দিনটি বিশ্বনবি দিবস হিসেবে পালিত হয়ে আসছে গোটা দেশে।

Eid Milad Wishes (File Photo)

Eid-E-Milad-Un-Nabi 2021 Wishes In Bengali:  আজ ১২ রবিউল আওয়াল। মহানবি হজরত মহম্মদ সাঃ এর জন্মদিন। এই দিনটি বিশ্বনবি দিবস হিসেবে পালিত হয়ে আসছে গোটা দেশে। নবি দিবসকে অনেকেই বলে থাকেন “ফতেহা দোহাজ দহম”। আবার এই দিনটি বাংলাদেশে ঈদ-ই-মিলাদ-উন নবি  (Eid-E-Milad-Un-Nabi 2021 ) হিসেবে পালিত হয়। ভারতজুড়ে আজ ইদ মিলাদ পালিত হচ্ছে। সোমবার থেকে শুরু হয়ে মঙ্গলবার সন্ধে পর্যন্ত নবি দিবসের সময়সীমা। ধর্মপ্রাণ মুসলিমরা প্রিয় নবি হজরত মহম্মদ সাঃ-এর জন্মদিন ধুমধামের সঙ্গে পালন করে থাকে। তবে মুসলিম বিশ্বের একাংশ আবার জন্মদিন পালনে উৎসাহী নয়, তা বলাই বাহুল্য। নবি দিবস উপলক্ষে আত্মীয় পরিজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার এই শুভেচ্ছা বার্তা।

Eid Milad Wishes (File Photo)

Messages: আল্লাহর কাছে মন থেকে প্রার্থনা করুন, ঈদ-ই-মিলাদ-উন-নবি মুবারক

Eid Milad Wishes (File Photo)

Messages: ঈদ-ই-মিলাদ-উন-নবি মোবারক

Eid Milad Wishes (File Photo)

Messages: সকলকে বিশ্ব নবি দিবসের শুভেচ্ছা



@endif