Eid al-Fitr 2021: বৃহস্পতি না কি শুক্রবার রাজ্যে কবে পালিত হবে খুশির ঈদ?

আগামী কাল ১১ মে ২৯ রমজান পালন করবেন সৌদি আরব ও কেরালার ধর্মপ্রাণ মুসলিমরা৷ গোধূলি লগ্নে ইফতারের সঙ্গে সঙ্গেই তাঁদের নজর থাকবে পশ্চিম আকাশের দিকে৷ সেখানে এক ফালি চাঁদ দেখা দিলেই পরের দিন অর্থাৎ ১২ মে সৌদি ও কেরালায় খুশির ঈদ পালিত হবে৷

প্রতীকী ছবি(File Photo)

কলকাতা ও বাংলাদেশ, ১০ মে: আগামী কাল ১১ মে ২৯ রমজান পালন করবেন সৌদি আরব ও কেরালার ধর্মপ্রাণ মুসলিমরা৷ গোধূলি লগ্নে ইফতারের সঙ্গে সঙ্গেই তাঁদের নজর থাকবে পশ্চিম আকাশের দিকে৷ সেখানে এক ফালি চাঁদ দেখা দিলেই পরের দিন অর্থাৎ ১২ মে সৌদি ও কেরালায় খুশির ঈদ পালিত হবে৷ আকাশে নতুন চাঁদ দেখা দিলেই শাওয়াল মাসের সূচনা হয়ে যায়৷ ইসলামিক ক্যালেন্ডার অনুসারে কোনও মাস ২৯ না ৩০ দিনের হবে, তার পুরোটাই ঠিক হয় চাঁদের দৃশ্যমানতার উপরে৷ স্বাভাবিক ভাবে সৌদি আরবে যেদিন ঈদ পালিত হয়, ঠিক তার একদিন পরে ভারতীয় উপমহাদেশ ঈদ-উল-ফিতর পালন করা হয়৷ এবার সৌদি আরবে ২৯ রোজার পরেই পালিত হচ্ছে ঈদ৷  আরও পড়ুন-Himanta Biswa Sarma: মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার শপথগ্রহণ

সমগ্র ভারতে সেই অনুসারে ২৯ রোজা অর্থাৎ ১২ তারিখ সন্ধ্যায় চাঁদ দেখা যাবে কি না তানিয়ে দ্বন্দ্ব রয়েছে৷ বুধবার যদি চাঁদ দেখা যায়, তাহলে ভারতেও ২৯ রমজানের শেষে অর্থাৎ বৃহস্পতিবার ১৩ তারিখে হবে ঈদ৷ তবে সবটাই নির্ভর করছে চাঁদের গতিবিধির উপরে৷ যদি কোনও কারণে ভারতের বিভিন্ প্রান্তে একদিনে চাঁদের দেখা না মেলে তাহলে বৃহস্পতিবার ঈদ হবে কি না তার সর্বশেষ সিদ্ধান্ত জানাবেন দিল্লির জামা মসজিদের ইমাম৷ একইভাবে কলকাতার নাখোদা মসজিদের ইমামও চাঁদের গতিবিধি অনুসারে ঈদের দিন ঘোষণা করবেন৷

তবে ইফতারের পর সন্ধ্যার আকাশে চাঁদ না উঠলে ঈদের দিন নির্ধারিত হয় না৷ এদিকে বাংলাদেশে ইতিমধ্যেই ১৩ মে সম্ভাব্য ঈদের দিন নির্ধারিত হয়েছে৷ তবে ১২-মে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে৷ যদি বুধবার ১৩-মের আকাশে চাঁদ ওঠে তবেই বৃহস্পতিবার বাংলাদেশ খুশির ঈদ পালিত হচ্ছে৷ নতুবা ৩০ রোজা শেষে আগামী শুক্রবার পালিত হবে ঈদ-উল-ফিতর৷



@endif