Durga Puja 2023: অটো চালকদের জীবন দর্শাবে প্যান্ডেল, ৮১ বর্ষে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম 'তিন চাকার গল্প'
গড়ে তোলা হয়েছে বেহালা, হাজরা, নিউ আলিপুরের, খিদিরপুর অটোরিকশা স্ট্যান্ড। বসানো হয়েছে অটো। হাজরা পার্ক দুর্গোৎসব তাঁদের এই থিমের মধ্যে দিয়ে অটো চালকদের জীবন তুলে ধরার চেষ্টা করবে।
রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। পুজো পুজো গন্ধে মেতে উঠেছে বাঙালি। যদিও খুঁটি পোঁতা থেকেই শহরে দুর্গাপুজোর আমেজ ছড়িয়ে পড়ে। প্যান্ডেলে প্যান্ডেলে রেষারেষি। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। সারারাত ধরে প্যান্ডেল ভ্রমণ, ভিড় ঠেলে ঠাকুর দেখা, পরিবার-বন্ধুদের সঙ্গে দিনভর হৈ হুল্লোড়, খাওয়া দাওয়া এগুলোর মধ্যেই তো লুকিয়ে রয়েছে দুর্গাপুজোর আনন্দ। সারা বছরের গতে বাধা জীবন থেকে দুতিন দিনের মুক্তি। এই কদিন কোন কিছুই নিয়ম মেনে হয়, হিসাবে নয়।
আরও একটা জিনিস যা ছাড়া পুজো অসম্পূর্ণ, তা হল কেনাকাটা। দুমাস আগে থেকে পুজোর শপিং, দোকানে দোকানে ঠাসা ভিড়। সেরা জামা পরে নিজেকে সেরা দেখাতে চাই সকলেই। সেই সঙ্গে প্রতিযোগিতা চলে ক্লাব গুলোর মধ্যে। সেরা প্যান্ডেল গড়ে তুলতে চায় প্রত্যেকেই। 'হাজরা পার্ক দুর্গোৎসব' (Hazra Park Durgotsab) চলতি বছরে ৮১ বর্ষে পা দিয়েছে। তাঁদের এইবারের থিম 'তিন চাকার গল্প'। ৭০০টি অটো টায়ার দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল। গড়ে তোলা হয়েছে বেহালা, হাজরা, নিউ আলিপুরের, খিদিরপুর অটোরিকশা স্ট্যান্ড। বসানো হয়েছে অটো। হাজরা পার্ক দুর্গোৎসব তাঁদের এই থিমের মধ্যে দিয়ে অটো চালকদের জীবন তুলে ধরার চেষ্টা করবে।