কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো (Durga Puja 2022) । তবে,বালিগঞ্জ কালচারালের (Ballygunj Cultural Association) পুজোর কথা শুনলেই একটা কথাই মাথায় আসে তা হল সেলেবদের পুজো । পুজোর দিনগুলিতে এখানেই থাকে তারকাদের ভিড়। দেবীর বোধন থেকে বিজয়া দশমীর সিঁদুর খেলা সবেতেই দেখা মেলে টলি তারকাদের।
পুজোর আর বাকি হাতে গোনা কয়েকটা দিন বাকি, ইতিমধ্যেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। তবে, বালিগঞ্জ কালচারালের পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও ইউনেস্কোর প্রতিনিধিদের জন্য খোলা রয়েছে মণ্ডপ, উন্মোচিত হয়েছে মায়ের মূর্তিও। ভিনদেশী নাগরিক হয়েও তাদের দুর্গাপুজো নিয়ে আগ্রহ, শ্রদ্ধা ও বিস্ময় মুগ্ধতা জাগিয়েছে জনমানসে।
শুধু প্রতিনিধিদল নয়, খোদ ইউনেস্কোর অধিকর্তা এরিক ফল্ট (Eric Falt, Director Unesco) মাতৃপ্রতিমা দেখে অভিভুত।
বালিগঞ্জ কালচারাল এসোশিয়েশনের ৭২ বছরের ঐতিহ্য, স্বাতন্ত্র্য এই ক্লাবকে করেছে কলকাতার সেরার সেরা দুর্গাপূজার অন্যতম। পুজোর আর হাতে গোনা দিন বাকি। চূড়ান্ত ব্যস্ততায় চলছে মণ্ডপ প্রস্তুতির কাজ। দেশের সেরা শিল্পীরা একত্রিত হয়ে দিন-রাত এক করে মণ্ডপকে সাজিয়ে তুলছেন। এবারের বিষয় ভাবনা- 'আর এক আরম্ভের জন্য'।
থিম আর সাবেকিয়ানার মিশেলে পুজো হলেও এখনও পাড়ার পুজোর মেজাজটা রয়েছে বালিগঞ্জ কালচারালে । মণ্ডপে গেলে দেখা যাবে একেবারে অন্যরকম একটা পরিবেশ । স্কুল, কলেজ, অফিস, যেহেতু খোলা, তাই আসতে-যেতে মণ্ডপে একবার করে ঢুঁ মারছেন পাড়ার বাসিন্দারা । ঘরের সব কাজ তাড়াতাড়ি সেরে বাড়ির মেয়ে-বউরাও চলে আসছেন মণ্ডপে । চলছে আড্ডা, গল্প আর পুজোর চারটে দিনের প্ল্যান ।