Durga Puja 2022: আমেরিকার আদিম উপজাতির শাপমোচনের কাহিনী ফুটে উঠেছে এফডি ব্লকের পুজোয় (দেখুন ভিডিও)

মূলত বাঁশ ও পাট দিয়ে তৈরি করা মণ্ডপে ল্যাটিন আমেরিকার এক উপজাতির জীবনযাত্রা তুলে ধরা হয়েছে এফ ডি ব্লকের দুর্গা পুজোয়।

শহরের ইট, পাথর, কংক্রিটের ভিড় এড়িয়ে আপামর বাঙালিকে এক টুকরো সবুজে ঘেরা গ্রাম উপহার দিল এফ ডি ব্লক। প্রতি বছর দুর্গা পুজোতেই নতুন নতুন ভাবনায় মণ্ডপ তৈরি করা হয় সল্টলেকের এই এফ ডি ব্লকের পুজোতে। চলতি বছরেও তাঁর ব্যতিক্রম হয়নি। ৩৮ তম বর্ষে  দুর্গোৎসবের থিম 'শাপমোচন'।

 

মূলত বাঁশ ও পাট দিয়ে তৈরি করা মণ্ডপে ল্যাটিন আমেরিকার এক উপজাতির জীবনযাত্রা তুলে ধরা হয়েছে এফ ডি ব্লকের দুর্গা পুজোয়। গ্রামটির উপজাতি গোষ্ঠীটি লুপ্ত হতে বসেছিল। সেই সময় বাংলার এক ভূপর্যটক পৌছে যান সেই গ্রামে। তিনি ওই জনগোষ্ঠীকে দেবী দূর্গার আরাধনা করতে বলেন। দেবীর আশীর্বাদে সেই জাতি রক্ষা পায়।কাল্পনিক  গ্রামের প্রেক্ষাপটে ফুটিয়ে তোলা হয়েছে সেই উপজাতির শাপমোচনের কাহিনী।তবে, মণ্ডপের দুর্গার রুপে রয়েছে বনেদিয়ানার ছোঁয়া।