IPL Auction 2025 Live

Durga Puja 2022: মহা নবমীর প্রভাতে মণ্ডপে মণ্ডপে শুরু মহানবমীবিহিত পুজো, দেখুন সেই ছবি

'সন্ধি পুজো' শেষ হলেই শুরু হয় মহানবমী।সেই সূত্রে গতকাল সন্ধ্যায় শুরু হয়েছে নবমীর তিথি। তবে নবমী বিহিত পূজা সম্পন্ন হবে আজ সকালে।

আজ দুর্গা পুজোর চতুর্থ দিন, বাংলা ক্যালেন্ডার মতে ১৭ আশ্বিন ইংরাজি  ৪ অক্টোবর (মঙ্গলবার।

'সন্ধি পুজো' শেষ হলেই শুরু হয় মহানবমী।সেই সূত্রে গতকাল সন্ধ্যায় শুরু হয়েছে নবমীর তিথি। তবে নবমী বিহিত পূজা সম্পন্ন হবে আজ সকালে। মহানবমী তিথি থাকবে দিবা ১। ৩৪ পর্যন্ত। তারই মধ্যে  মহানবমীর কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সম্পন্ন হবে।  নবমীর সন্ধ্যা বেলা করা হবে দেবীর 'মহা আরতি'। ইতিমধ্যেই পূজামণ্ডপে শুরু হয়ে গিয়েছে নবমী বিহিত পুজো। দেখুন সেই ছবি-