Durga Puja 2022:পুজোর থিমে চমক বাবুবাগানে, একদিকে দেশমাতৃকা ভারতমাতা অপরদিকে মা দুর্গা এই দুই জননীকেই এবার শ্রদ্ধা জানাচ্ছে বাবুবাগান
স্বাধীনতার সেই ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র ফুটিয়ে তোলা হবে বাবুবাগান সর্বজনীনের মণ্ডপে। পুজো মণ্ডপটিও খানিকটা সেই বিষয়টিকে মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। সমগ্র থিম পরিকল্পনায় রয়েছেন অধ্যাপিকা সুজাতা গুপ্ত।
দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, মণ্ডপে প্রবেশ করছে মাতৃ প্রতিমা। একদিকে দেশমাতৃকা ভারতমাতা অপরদিকে মা দুর্গা এই দুই জননীকেই এবার শ্রদ্ধা জানাচ্ছে বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব (Babubagan Sarbojanin Durgotsav) কমিটি। এবার ৬১ তম বর্ষে তাদের থিম 'মা তুঝে সালাম' (Maa Tujhe Salam)। ইতিমধ্যেই ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতি উদযাপনে এ বছর সাড়ম্বরে পালিত হচ্ছে দুর্গাপুজো (Durga Puja 2022)। বিভিন্ন থিমে সেজে উঠছে মণ্ডপ থেকে প্রতিমা , কেও কাওকে একচুল জায়গা ছাড়তে নারাজ। তারই মধ্যে এবছর সাড়ম্বরে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব(Azadi Ka Amrit Mohotsav)।
স্বাধীনতার সেই ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র ফুটিয়ে তোলা হবে বাবুবাগান সর্বজনীনের মণ্ডপে। পুজো মণ্ডপটিও খানিকটা সেই বিষয়টিকে মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। সমগ্র থিম পরিকল্পনায় রয়েছেন অধ্যাপিকা সুজাতা গুপ্ত। মণ্ডপজুড়ে থাকবে স্বাধীনতা সংগ্রামী এবং দেশনায়কদের মডেল। মেটাল দিয়ে তৈরি করা হবে সেই মডেলগুলি।” এছাড়া থাকছে স্বাধীনতা পরবর্তী প্রকাশিত মূদ্রা। আসল ও নকল মিলিয়ে মণ্ডপ জুড়ে স্থান পাবে সেগুলিও। বাবুবাগান সর্বজনীনের দুর্গাপুজোর মণ্ডপসজ্জায় সাধারণ মাটি, বাঁশের পাশাপাশিই ব্যবহার করা হচ্ছে মেটাল। সুজাতা গুপ্তর কথায়, “দেশমাতৃকার পাশাপাশি আমরা উদযাপন করছি বাংলার দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি। বাংলার কৃষ্টি, ঐতিহ্যও স্থান পাবে এবারের মণ্ডপে।” গত দেড় মাস ধরে চলছে মণ্ডপসজ্জার কাজ। বাবুবাগান সর্বজনীনের প্রতিমা গড়ছেন শিল্পী সনাতন পাল।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)