Durga Puja 2022: স্মার্টফোন প্রজন্মকে পুরানো দিনের গান মনে করাবে ৩০ ফুটের গ্রামাফোন, ঐতিহ্যকে ফিরিয়ে আনার উদ্যোগ আহিরীটোলা সার্বজনীনের (দেখুন ভিডিও)
মণ্ডপের সামনে থাকছে ৩০ ফুট উচ্চতাও ২০ ফুট চওড়া এক বিরাট গ্রামোফোন। মণ্ডপ তৈরি হচ্ছে আস্ত একটি রেডিওর আদলে, ভিতরে থাকছে রেকর্ড প্লেয়ার।
একটা সময় ছিল যখন পুজোকে কেন্দ্র করে নতুন জামাকাপড় কেনার পাশাপাশি প্রিয় শিল্পীর অ্যালবাম বা পুজোয় কী গান মুক্তি পাচ্ছে তা নিয়ে থাকত উন্মাদনা। মানুষ নতুন ক্যাসেট কিনত। এখন আমরা আধুনিক হচ্ছি ৷ ডিজিট্যাল ফর্মাট হওয়াতে মুঠো ফোনে বন্দি হয়েছে গান। হারিয়ে যাচ্ছে ক্যাসেট, রেডিও, কলের গানের ঐতিহ্য ৷ হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য উঠে আসছে আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির(Ahiritola Sarbojanin Durgotsab Samity) এবার ৮৩ তম বর্ষে (Durga Puja 2022) ৷