Subho Bijoya Dashami 2021 Wishes: রাত পোহালেই বিদায়বেলা, আত্মীয় পরিজনকে Whatsapp, Messenger, Facebook-এ পাঠান দশমীর শুভেচ্ছা

দেখতে দেখতে পুজো শেষ যেও না নবমী নিশি। মন যে আর মানতে চায় না। কিন্তু রাত ভোর হলেই বিদায়বেলার সুর আরও করুণ হবে। ছেলেমেয়েকে নিয়ে কৈলাসে পাড়ি দেবে মা দুর্গা। মহামারী এখনও বর্তমান। যাবার বেলায় মাকে বলি, জ্বরা দূর করে মর্ত্যবাসীকে করুণা করো মাগো।

Subho Bijoya (File Photo)

Subho Bijoya Dashami 2021 Wishes In Bengali:  দেখতে দেখতে পুজো শেষ যেও না নবমী নিশি। মন যে আর মানতে চায় না। কিন্তু রাত ভোর হলেই বিদায়বেলার সুর আরও করুণ হবে। ছেলেমেয়েকে নিয়ে কৈলাসে পাড়ি দেবে মা দুর্গা। মহামারী এখনও বর্তমান। যাবার বেলায় মাকে বলি, জ্বরা দূর করে মর্ত্যবাসীকে করুণা করো মাগো। উমা বিদায়ের পর বাড়ি এসে বড়দের প্রণাম করে মিষ্টিমুখের রীতি অনেক পুরোনো। তবে করোনাকালে এখন আর বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করা বা আশীর্বাদ নেওয়ার সুযোগ হয় না। সেজন্য নবমীর রাত থেকেই শুরু করে দিন শুভেচ্ছা পাঠানোর কাজ। আর এক্ষেত্রে আপনার সহযোগিতায় হাজির LatestLY বাংলার শুভেচ্ছা বার্তা (Subho Bijoya Dashami 2021 Wishes In Bengali)। Facebook, Whatsapp, Messenger-এ শুধু পাঠিয়ে দিলেই হল।

Subho Bijoya (File Photo)

Messages: শুভ বিজয়া

Subho Bijoya (File Photo)

Messages: ঢাকের কাঠির বিষাদ রেশ/ পুজো এবার হল শেষ/  নতুন আশায় বাঁধি বুক /  করোনাসুর বধ হোক

Subho Bijoya (File Photo)

Messages: রাজপথ থেকে অলিগলি/ মা বলছেন এবার চলি/ মনে লাগে বিষাদ ছোঁয়া/ বাড়িতে থেকেই শুভ বিজয়া

Subho Bijoya (File Photo)

Messages: বাজে ঢোল বাজে ঢাক/ শুনে সবার লাগে তাক/ সুখ দুঃখ মিলেমিশে/ শুভ বিজয়া জানাই শেষে