Bijoya Dashami Wishes In Bengali: সামাজিক দূরত্ব বজায় রেখেই বিজয়ার শুভেচ্ছা জানাতে আপনার পরিজন-বন্ধুদের পাঠিয়ে দিন এই বাংলা Facebook Greetings, WhatsApp Status, GIFs, HD Wallpapers এবং SMS শুভেচ্ছা বার্তা

দশমীর এই মনখারাপের দিনেও আমরা ভাগ করে নিই শুভেচ্ছা- সৌহার্দ্য (Wish)। তাই 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তা। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি।

ফাইল ছবি

আজ মায়ের যাওয়ার পালা (Subho Dashami)। বাঙালির শুভ বিজয়া (Subho Bijoya)। আপনাকে বাংলা স্বাদের মিষ্টির (Sweet) শুভেচ্ছা। শব্দে ভিন্ন হলেও, দশমী বা বিজয়ার অর্থ কিন্তু এক। মা (Maa Durga) ফিরছেন ঘরে। মনখারাপ নিয়েও বিদায় জানাতে হবে গিরিনন্দিনীকে (Girinandini)। পুরাণ মতে, এই দিনটিতে অসুর নিধনের পর অসুরের রক্ত (Blood) দিয়ে দেবতারা বিজয় উৎসব (Bijoy Utsav) পালন করেছিলেন। সেই লোকাচার বাংলার ঘরে সিঁদুর খেলা (Sindur Khela) হিসেবে পরিণত হয়েছে।

দশমীর এই মনখারাপের  দিনেও আমরা ভাগ করে নিই শুভেচ্ছা- সৌহার্দ্য (Wish)। তাই 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তা। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি।

WhatsApp Message Reads: ঢাকের কাঠি মিলিয়ে গেল/ পুজো হল শেষ/ প্রাণে শুধু জাগিয়ে রেখো/ এই খুশির রেশ

ফাইল ছবি

WhatsApp Message Reads: দশমীর ঢাকের বোলে উদাস হল মন/ ফিরব আবার কথা দিয়ে/ মায়ের বিসর্জন...

ফাইল ছবি

WhatsApp Message Reads: ঠাকুর থাকবে কতক্ষণ/ ঠাকুর যাবে বিসর্জন/  সকলকে মা রেখো সুখে/ বিজয়া হোক মিষ্টিমুখে

ফাইল ছবি

WhatsApp Message Reads: কুর কুর কুর বাজছে ঢাক/ কৈলাশ যে দিলো ডাক/ বোধন থেকে বিসর্জন/ ভাল রেখো মা সবার মন

ফাইল ছবি