Diwali 2022: আজ দীপাবলি, আলোর মালায় সেজে উঠুক আপনার ঘরের আঙিনা, আপনাদের জন্য রইল শুভ দিওয়ালির শুভেচ্ছা ও অভিনন্দন

অন্ধকার তাড়িয়ে আলোকে স্বাগত জানানোর এই উৎসবে আপনজনকে পাঠিয়ে দিন লেটেস্টলি বাংলার দীপাবলির শুভেচ্ছা বার্তা

আজ দীপাবলি (Happy Diwali 2022)।আজ সন্ধ্যায় মাটির প্রদীপ থেকে মোমবাতি, টুনি বাল্ব, নানারকম আলোর মালায় সেজে উঠবে গৃহস্থের বাড়ি। দোকান বাজার, শপিংমল, অফিস, কাছারি সবই আলোয় ঝলমল করে ওঠে। অন্ধকার দূর করে আলোর আনয়নকে স্বাগত জানানোর মধ্যে সুন্দরের উপাসনা রয়েছে। অন্ধকার তাড়িয়ে আলোকে স্বাগত জানানোর এই উৎসবে আপনজনকে পাঠিয়ে দিন  লেটেস্টলি বাংলার (LatestLY Bangla) দীপাবলির শুভেচ্ছা বার্তা।