Dhanteras 2022 Wishes: ধনতেরাস শুরুর আগেই প্রিয়জনদের পাঠিয়ে দিন ধনতেরাস উৎসবের বাংলা শুভেচ্ছাবার্তা, শেয়ার করুন Whatsapp,Facebook, Instagram, Twitter -এ

দুধ সাগরে মন্থনের সময় দেবী লক্ষ্মীর যেমন আবির্ভাব হয়, তেমনি অমৃতের কলস হাতে আবির্ভাব হয় কুবের দেবের।তাই ধনত্রয়োদশীর এই দিন মা লক্ষ্মীর পাশাপাশি কুবেরের পূজাও করা হয়।

আজ ২০ অক্টোবর,  ধনতেরাস উৎসব (Dhanteras Festival) এর বাকি মাত্র তিনদিন। পাঁচদিন ব্যাপী দিওয়ালি উৎসবের প্রথমদিনটিতে ধনতেরাস উৎসব পালন করা হয়। 'ধন' মানে সম্পদ এবং 'তেরাস' মানে ত্রয়োদশী। কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের তেরোতম দিনেই পালন করা হয় ধনতেরাস। দুধ সাগরে মন্থনের সময় দেবী লক্ষ্মীর যেমন আবির্ভাব হয়, তেমনি অমৃতের কলস হাতে আবির্ভাব হয় কুবের দেবের।তাই ধনত্রয়োদশীর এই দিন মা লক্ষ্মীর পাশাপাশি কুবেরের পূজাও করা হয়।

উৎসব শুরুর আগেই লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wishes Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তা (Wish Messages) আর পালন করুন ধনতেরাস।