Dhanteras 2022: রাত পোহালেই ধনতেরাস, উপহারের সঙ্গে প্রিয়জনকে পাঠিয়ে দিন লেটেস্টলি বাংলার এই শুভেচ্ছা বার্তা

আলোর উৎসবের শুরুতেই রয়েছে ধনতেরাস। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ১৩দিনের দিন এই ধনতেরাস উদযাপিত হয়। ধন হল অর্থ আর তেরাস হল ত্রয়োদশী। এককথায় ধনত্রয়োদশী।

আলোর  উৎসবের শুরুতেই রয়েছে ধনতেরাস। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ১৩দিনের দিন এই ধনতেরাস উদযাপিত হয়। ধন হল অর্থ আর তেরাস হল ত্রয়োদশী। এককথায় ধনত্রয়োদশী। এই দিনে লক্ষী ও কুবেরের পুজো করা হয়। এই দিন লক্ষ্মীর আরাধনায় ছোট ছোট প্রদীপের ব্যবহার করা হয়। প্রসাদ হিসেবে নৈবেদ্য নিবেদন করা হয়। সূর্যাস্তের পর দেবী লক্ষ্মীকে গেঁদা ফুলের মালা, মিষ্টি, ঘি, প্রদীপ, ধুপ- ধুনা, ধূপকাঠি ও কর্পূর দিয়ে আরাধনা করা হয়। মনে করা হয়, ধনতেরাসে গয়নাগাটি কিনলে বছরভর সংসারে ধনের অভাব হয় না।

রাত পোহালেই ধনতেরাস, এই উপলক্ষে আত্মীয় পরিজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার এই শুভেচ্ছা বার্তা।