Durga Puja 2023: শিয়ালদহ স্টেশনে জড় হয়েছেন ঢাকিদের দল, দেখুন ভিডিও
পুজো উদ্যক্তরা শিয়ালদহ স্টেশনে এসে ঢাকিদের সঙ্গে দরাদরি করে ঢাকি ঠিক করেন।
কলকাতা: ঢ্যাং কুড় কুড়, ঢ্যাং কুড় কুড় বাদ্যি না বাজলে কি দুর্গাপুজো হয়! বীরভূম, মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ ও মালদা থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে বহু ঢাকি (Dhaki) জীবিকার টানে কলকাতার শিয়ালদহ স্টেশনে পোছে গিয়েছেন। বড় বড় মণ্ডপের পুজোর জন্য আগে থেকে ঢাকি ঠিক করা থাকলেও ছোট ছোট মণ্ডপের পুজোর জন্য পুজো উদ্যক্তরা এই শিয়ালদহ স্টেশনে এসেই ঢাকিদের সঙ্গে দরাদরি করে ঢাকি ঠিক করেন।
দেখুন
প্রতি বছরের ন্যায় এবারও সমগ্র রাজ্য থেকে ঢাকিরা জড়ো হয়েছে শিয়ালদহ স্টেশনে। সাধারণত বড়ো পুজোগুলির ঢাকি বাধা ধরা হয়। কিন্তু ছোট পুজোগুলি শিয়ালদহ স্টেশনে এসে দরাদরি করে ঢাকি ঠিক করে।#Pujo2023 #Art #Culture #Heritage #Bengal #WestBengal #Kolkata #Calcutta #Durga #DurgaPuja pic.twitter.com/GdhJrqb1al
— Sandipan Mitra (@SMitra_) October 17, 2023
আজকাল মহিলা ঢাকিদের সমবেত ঢাকবাদ্যও শোনা যাচ্ছে। মহিলারা স্বাধীন ভাবে ঢাক বাজিয়ে দু’-পয়সার মুখ দেখছেন, আবার কেউ কেউ ভালোবেসে এই পেশা বেঁছে নিচ্ছেন।