Krishna Janmashtami: জন্মাষ্টমী উপলক্ষে বেঙ্গালুরুর ইসকন মন্দিরে অসংখ্য ভক্তের ভিড়, দেখুন ভিডিও 

কর্ণাটকের ইস্কন মন্দিরে আজ মহাসমারহে পালিত হচ্ছে জন্মাষ্টমী। ভিড় জমেছে অসংখ্য ভক্তের। দেখুন তার ভিডিও।

Bengaluru ISKCON Temple (Photo Credit: ANI)

কর্ণাটক: আজ জন্মাষ্টমী। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণ। শ্রীমদ্ভাগবত পুরাণ অনুযায়ী কৃষ্ণের জন্ম হয় ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, বুধবার ও বৃষ রাশিতে। এ কারণে প্রতিবছর এই তিথিতে কৃষ্ণ জন্মোৎসব পালিত হয়। এটি কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত। এ বছরও বুধবার জন্মাষ্টমী পালন হচ্ছে। জন্মাষ্টমী (Janmashtami) মানেই মহা সমারোহে শ্রীকৃষ্ণের পুজো।হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথির দিন পূজা করলে ভক্তদের সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়। কর্ণাটকের ইস্কন মন্দিরে আজ মহাসমারহে পালিত হচ্ছে জন্মাষ্টমী। ভিড় জমেছে অসংখ্য ভক্তের। দেখুন তার ভিডিও।

দেখুন ভিডিও

উল্লেখ্য, বৈষ্ণব সম্প্রদায়ের অনুসারীরা অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রকে অগ্রাধিকার দিয়ে থাকেন। তারা সপ্তমী তিথিতে জন্মাষ্টমী পালন করে না। যে কারণে ৭ আগস্ট বৃহস্পতিবার বৈষ্ণব সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হবে।