Pravrajika Bhaktiprana: প্রয়াত সারদা মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা,মৃত্যুতে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
প্রব্রাজিকা ভক্তিপ্রাণা ১৯২০ সালের অক্টোবরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণদেবের অনেক প্রত্যক্ষ শিষ্যকে সরাসরি দেখেছিলেন। তার প্রাক সন্ন্যাস নাম ছিল কল্যাণী ব্যানার্জী।
শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন দক্ষিণেশ্বরের চতুর্থ সভাপতি প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতা রবিবার রাতে দেহত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি লেখেন-
শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের চতুর্থ সভাপতি শ্রদ্ধেয় প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির মৃত্যুর খবর শুনে আমার হৃদয় ভারাক্রান্ত।তার অনুগামীদের এবং সাধারণভাবে ভক্তদের জন্য একটি অতুলনীয় ক্ষতি। তিনি যেন চির শান্তিতে বিশ্রাম পান।
দীর্ঘদিন ধরে বয়সজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত ৫ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হয়। তীব্র জ্বর নিয়ে তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভরতি করা হয়। শনিবার থেকে শারীরিক অবস্থা কার্যত সংকটজনক হয়ে ওঠে। ফুসফুসেও ছড়িয়ে পড়ে সংক্রমণ। ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। মাঝে কয়েকদিন যমে-মানুষে লড়াই চলে। তবে শেষরক্ষা হল না। রবিবার রাত ১১টা ২৪ মিনিটে জীবনযুদ্ধ শেষ করেন সন্ন্যাসিনী প্রব্রাজিকা ভক্তিপ্রাণা।
প্রব্রাজিকা ভক্তিপ্রাণা ১৯২০ সালের অক্টোবরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণদেবের অনেক প্রত্যক্ষ শিষ্যকে সরাসরি দেখেছিলেন। তার প্রাক সন্ন্যাস নাম ছিল কল্যাণী ব্যানার্জী।