Durga Puja 2020 Fashion Tips For Women: পরশু ষষ্ঠী, জেনে নিন এবারের দুর্গাপুজোয় মাস্ক মুখে কী মেকআপ করবেন, কোন পোশাক বাছবেন
পরশু তো ষষ্ঠী! আপনার শপিং হয়েছে তো? করোনাকালে (COVI19) এবছরের দুর্গাপুজোয় (Durga Puja) বাড়ি থেকে বেড়োনোর পরিকল্পনা না থাকলেও টুকটাক তো বেড়োবেনই। বাড়িতে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা হোক কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাঘুরি, পুরোনো জামা পরে তো নিশ্চয় যাবেন না। তবে এবারে মাস্ট হ্যাভ মাস্ক। রং বেরঙের রকমারি মাস্ক এবার ফ্যাশনে ইন। আর জামাকাপড় পরলে বাছুন এগুলি
পরশু তো ষষ্ঠী! আপনার শপিং হয়েছে তো? করোনাকালে (COVI19) এবছরের দুর্গাপুজোয় (Durga Puja) বাড়ি থেকে বেড়োনোর পরিকল্পনা না থাকলেও টুকটাক তো বেড়োবেনই। বাড়িতে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা হোক কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাঘুরি, পুরোনো জামা পরে তো নিশ্চয় যাবেন না। তবে এবারে মাস্ট হ্যাভ মাস্ক। রং বেরঙের রকমারি মাস্ক এবার ফ্যাশনে ইন। আর জামাকাপড় পরলে বাছুন এগুলি-
- এবছর জামার সঙ্গে মিলিয়ে পড়ুন একই রংয়ের মাস্ক। আরও পড়ুন,দুর্গাপুজোয় ফ্যাশনে রাখছেন তো মাস্ক? ছেলে, মেয়ে নির্বিশেষে কীভাবে বাছবেন জানুন বিস্তারিত
- ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন মানানসই মাস্ক মাস্ট হ্যাভ।
- দুর্গাপুজোয় এবারও ব্যাকে সুতোর কাজের কটন ব্লাউজ ইন। খাদি, বেগমপুরী, গিচা চলছে রমরমিয়ে। কটন সুতোর ডিজাইনড ব্লাউজের সঙ্গে পরতেই পারেন।
- তবে যেহেতু এবার মাস্ক মুখের অর্ধেক অংশই ঢেকে দেবে তাই চোখের মেকআপটা ভালো করে করবেন। স্মোকি বা শিমারি আই মেকআপ করতে পারেন। আত্মীয় স্বজনের বাড়ি গেলে চুল খুলেই যান তবে বাইরে বেড়োলে চুলে টপ বান বা নরমাল বান বাঁধতে পারেন। টানতে লিপস্টিক লাগালে লিকুইড লাগান তা না হলে মাস্কে লেগে যাওয়ার আশঙ্কা থাকে। লিকুইড লিপস্টিক না পরলে নরমাল লিপস্টিক পরুন পাউডার লাগিয়ে।
- বোহেমিয়ান ড্রেস, ম্যাক্সি ড্রেস বেশ ইন। সঙ্গে রাখুন ঝোলা কানের দুল।
- পুজোয় বেশি ভারী জামা পরে বেড়োবেন না। গরমে কষ্ট হবে।
- লং কুর্তি যদি অনরকলি প্যাটার্নে হয় নিচে লেগিন্স পরার বালাই নেই, লং ড্রেস হিসেবে তা পরতে পারেন তবে অবশ্যই হিল জুতো পরবেন।