Prophet Muhammad's Quote: নবী দিবস উপলক্ষে আপনার জন্য রইল হজরত মহম্মদের কিছু বিখ্যাত বাণী
দেশ–বর্ণ–ধর্মনির্বিশেষে পৃথিবীর অজস্র মানুষ হজরত মহম্মদকে নিয়ে চর্চা করেছেন, বিশ্বের ঘোর দুর্দিনে তাঁর মতো নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
Eid Milad Un Nabi 2024: সামনেই ‘ইদ-মিলাদ-উন-নবী’। ইসলাম ধর্মের প্রবর্তক মহম্মদের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় দিনটি। আরবপ্রাচ্যে যখন অন্ধকারযুগ চলছে, মানুষ জুয়া, লুটপাট, অত্যাচার, মহিলাদের ওপর যৌন হেনস্থা, নিপীড়নে ব্যস্ত। মানুষ নীতিবোধ হারিয়ে ভয়ংকর এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সে সময় হজরত মহম্মদ ইসলাম ধর্ম প্রচারে নেতৃত্ব দেন। সে সময় মহম্মদকে ইসলাম ধর্ম মানুষের কাছে ব্যাখ্যা করতে অনেক অসুবিধার সম্মুখীনও হতে হয়েছিল। শত্রুদের অত্যাচার-নিপীড়নও তাঁকে সইতে হয়েছে। কিন্তু, তিনি তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে মানুষকে সে সময় ইসলাম ধর্মের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করে যান।
গত দেড় হাজার বছরে দেশ–বর্ণ–ধর্মনির্বিশেষে অজস্র সাহিত্যিক, সমাজনেতা, শিক্ষাবিদ, সমরবিদ, গবেষক, রাজনীতিবিদ, এমনকি তাঁর বিরুদ্ধবাদীরাও তাঁকে নিয়ে বিপুল চর্চা করেছেন। তাঁর প্রচারিত ধর্ম গ্রহণ না করেও তাঁকে মহামানবের স্বীকৃতি দিয়েছেন। বিশ্বের ঘোর দুর্দিনে তাঁর মতো নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ইসলামি ক্যালেন্ডার অনুসারে রবিউল-আওয়াল মাসের ১২ তারিখ হজরত মহম্মদ জন্মগ্রহণ করেছিলেন। ২০২৪ সালে দিনটি পড়বে ১৫ বা ১৬ সেপ্টেম্বর পড়ছে, দেখে নিন বিখ্যাত কিছু উক্তি-