Bhoot Chaturdashi 2023 Wishes In Bengali: রাত পোহালেই ভূত চতুর্দশী, আপনার আপনজনকে পাঠান কবিদের কলমে ভৌতিক শুভেচ্ছা বার্তা

পৌরাণিক বিশ্বাস অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রী কৃষ্ণ। সে কারণেই বাঙালির ‘ভূত চতুর্দশী’, পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে ‘নরক চতুর্দশী’।

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী আজ। সেই উপলক্ষ্যে দেশ জুড়ে পালিত হচ্ছে ধনতেরাস। এদিকে, আজ রাত পার হলেই আগামীকাল কৃষ্ণা চতুর্দশী পড়বে। এমন দিনেই গোটা দেশে পালিত হয় ভূত চতুর্দশী।

পৌরাণিক বিশ্বাস অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রী কৃষ্ণ। সে কারণেই বাঙালির ‘ভূত চতুর্দশী’, পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে ‘নরক চতুর্দশী’।এ ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশে, এই দিনটি ছোট দিওয়ালি, রূপ চৌদাস, নরকা চৌদাস, রূপ চতুর্দশী বা নরকা পূজা নামেও পরিচিত।

ভূত চতুর্দশীর দিনে হরেক রকম ভূতুড়ে শুভেচ্ছা বার্তা রইল আপনাদের জন্য।