Bhoot Chaturdashi 2021 Wishes: ভূত চতুর্দশীতে প্রিয়জনকে শেয়ার করুন এই শুভেচ্ছা বার্তা
আজকে তো ভূত চতুর্দশী। ১৪ প্রদীপ জ্বালানোর আগে আপনজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার এই শুভেচ্ছা বার্তা।
Bhoot Chaturdashi 2021 Wishes in Bengali: উৎসবের মরশুম চলছে। পরিবার নিয়ে কৈলাসে শিবের কাছে ফিরে গেছে উমা, তাও অনেকগুলো দিন হল। ধনদেবী লক্ষ্মীও পাঁচালি শুনে মর্ত্য ছেড়েছেন। কুবেরের পুজো সম্পন্ন করে এখন শক্তির দেবীর আরাধনায় ব্যস্ত বঙ্গবাসী। এমতাবস্থায় সন্ধে নামতেই যেন অন্ধকারে ডুবেছে সব। রাত পোহালেই কালীপুজো। আর আজকে তো ভূত চতুর্দশী। ১৪ প্রদীপ জ্বালানোর আগে আপনজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার এই শুভেচ্ছা বার্তা।