Bhai Phonta Gifts 2023: ভাইফোঁটায় উপহার দেওয়া নিয়ে চিন্তিত? পকেটের ভার না বাড়িয়েও বিশেষ উপহারের কিছু টিপস রইল

ভাইফোঁটায় আপনি আপনার ভাই বা দাদা কিংবা বোনকে কী উপহার দেবেন তা নিয়ে চিন্তিত? দেখুন...

প্রতীকী ছবি (Photo Credit: pixabay)

কলকাতা: ভাইয়ের কপালে দিলাম ফোটা, যমের দুয়ারে পড়লো কাটা। সকল ভাইবোনের সম্পর্ক হোক অটুট। ভাইফোঁটা সকল ভাইবোনের জন্য স্পেশ্যাল। ভাইফোঁটার আর মাত্র কয়েকদিন বাকি। পারিবারিক নানা আয়োজনের মধ্যে দিয়ে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। সাধারনত ভাইরা বোনেদের থেকে ফোটা নেয়। বোন ছোট হলে দাদা আর্শীবাদ করে থাকেন, সঙ্গে দাদার পক্ষ থেকে বোনদের জন্য স্পেশাল গিফট দেওয়া হয়। দিদিরা তাঁদের আদুরে ভাইকে উপহার দিয়ে থাকেন। এই ভাইফোঁটায় (Bhai Phonta 2023) পকেটের ভার তেমন না বাড়িয়েও কী ভাবে অন্য রকম কোনও উপহার দেওয়া যায় তা জেনে নেওয়া যাক।

পছন্দের বই: আপনার ভাই বা বোন বই পড়তে ভালবাসলে তাঁর হাতে তুলে দিতে পারেন তাঁর পছন্দের লেখকের কোনও বই।

Book (Photo Credit: pixabay)

 

চকোলেট: চকোলেট ছোটবড় সকলেরই পছন্দের। তাই সুন্দর মোড়কে কোনও ভালোবাসার বার্তা লিখে আপনার আদুরে ভাই বা বনকে উপহার দিতে পারেন।

Chocolate ((Photo Credit: pixabay)

 

ইন্ডোর প্লান্ট: আপনার বোন যদি গাছ ভালোবাসে তাহলে এই উপহারটি মন্দ নয়। স্পাইডার প্ল্যান্ট, লেডি পাম, মানি প্ল্যান্ট, এরকম সবুজ সতেজ ইন্ডোর প্লান্ট উপহার দিতে পারেন।

Indore Plants (Photo Credit: pixabay)

 

স্মার্টওয়াচ: ভাই ফোঁটার দিনে আপনার ভাই বা বোনের ফিটনেসের যত্ন নিতে এটি বেস্ট উপহার। আপনার বাজেত অনুযায়ী একটি স্মার্টওয়াচ উপহার দিতে পারেন।

Smart Watch (Photo Credit: pixabay)

 

ইয়ারবাড: ভাই ফোঁটায় ভাই বা বোনকে একটি ইয়ারবাড উপহার দিতে পারেন।

Earbuds (Photo Credit: pixabay)

 

ট্রিমার: ভাই ফোঁটায় আপনি আপনার ভাইকে একটি ট্রিমার উপহার দিতে পারেন। এটি তার প্রতিদিনের কাজে আসবে।

Trimmer (Photo Credit: Pixahive)