Ashura 2023 Messages & Images: শুভেচ্ছা বার্তায় পালিত হোক আশুরা, শেয়ার করুন Facebook, Twitter, Instagram, Messenger-এ
আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। আর মহররম অর্থ সম্মানিত। ১০ মহররম একটি বিশেষ দিন। মুসলমানদের বিশ্বাস, আল্লাহ ১০ মহররম বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি আরম্ভ করেন। দিনটি মুসলিম বিশ্বে শোকের দিন হিসেবে পালিত হয়। মহানবী (সা.)-এর দৌহিত্র এবং হজরত আলী (রা.)-এর জ্যেষ্ঠ পুত্র ইমাম হাসান (রা.)–এর সঙ্গে মুয়াবিয়ার এই মর্মে সন্ধি হয়েছিল যে মুয়াবিয়ার মৃত্যুর পর হাসান (রা.)–এর ছোট ভাই ইমাম হোসেন (রা.) খলিফা হবেন। কিন্তু সে প্রতিশ্রুতি রক্ষিত হয়নি। ৬০ হিজরির ৯ মহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইমাম হোসেন (রা.) সপরিবার ইয়াজিদ বাহিনী দ্বারা অবরুদ্ধ হন। শেষে দুই দলের মধ্যে যুদ্ধে ইমাম হোসেন (রা.) এবং পরিবারের প্রায় সব পুরুষ শাহাদাতবরণ করেন। হোসেন (রা.)–কে হত্যা করে সিমার তাঁর কর্তিত শির দামেস্কে ইয়াজিদের দরবারে উপহার দিতে নিয়ে যায়। এই মর্মন্তুদ ঘটনার স্মরণে ১০ মহররম দিনটি মুসলিম বিশ্বে প্রতিবছর শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়.
এই শোক বহুল দিনে রইল লেটেস্টলি বাংলার শুভেচ্ছা বার্তা সম্বলিত শোক বার্তা।