International Mother Language Day (Photo Credit: X)

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...’ আগামী ২১ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day 2024)। ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি, রক্ত দিয়ে ভাষার জন্য লড়াই আজও মানুষের মনে শিহরণ জাগায়। এদিন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) পালন হয়।

১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সমাজকর্মীরা পাকিস্তান সরকারের ভাষা নীতির বিরোধিতা করেন। নিজেদের মাতৃভাষাকে রক্ষা করতে পথে নামেন তাঁরা। দাবি ছিল, বাংলা ভাষাকে সেদেশের অন্যতম রাষ্ট্রভাষার  স্বীকৃতি দিতে হবে। পুলিশ নির্মম অত্যাচার চালালেও তাঁদের প্রতিবাদ থামেনি।

আরও পড়ুন: Leap Year 2024: লিপ ইয়ার কী? এটি প্রতি চার বছরে কেন আসে জানুন

১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র ও সমাজ কর্মীদের উপর পুলিশ যে নির্মমভাবে গুলি চালায় তাতে রফিক, সালাম, আব্দুল জব্বার, শফিউল, সালাম, বরকত-সহ আরও অনেক তরুণ শহিদ হন। এই দিনটি তাই ভাষা শহিদ দিবস হিসেবেও পরিচিত। শেষ পর্যন্ত সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে বাধ্য হতে হয়। ১৯৮৭ সালের ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘বাংলা ভাষা প্রচলন বিল’ পাশ হয়।

১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রস্তাব উত্থাপন করা হয়। এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি দেশ জুড়ে এই দিনটি পালিত হয়।

 

প্রতুল মুখোপাধ্যায়ের গাওয়া ‘ আমি বাংলায় গান গাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর... ’ গানটি শুনুন।


আপনি এটাও পছন্দ করতে পারেন

CM Attends Bhasha Dibosh Programme: ভাষা দিবস উদযাপনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিও

International Mother Language Day Wishes In Bengali: আজ ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি, ভাষা শহিদদের ইতিহাস সহ রইল তাঁদের প্রতি সশ্রদ্ধ প্রণাম

International Mother Language Day 2024: আজ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ আপনার জন্য রইল একগুচ্ছ শুভেচ্ছাবার্তা

International Mother Language Day 2024 Wishes In Bengali: রাত পেরোলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন তাদের স্মরণ করুন এবংশেয়ার করুন ভাষা দিবসের শুভেচ্ছা

Language Movement Day 2024: কেন পালিত হয় ভাষা আন্দোলন দিবস? জেনে নিন এই দিনের ইতিহাস...

International Mother Language Day 2024: একুশের প্রেরণায় আজও বাঙালিকে পথ দেখায়, প্রিয়জনদের পাঠিয়ে দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বার্তা

International Mother Language Day 2024: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে জেনে নিন জাতীয় ভাষা, সরকারি ভাষা এবং মাতৃভাষার মধ্যে পার্থক্য

International Mother Language Day 2024: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রিয়জনকে শেয়ার করুন এই শুভেচ্ছা বার্তা