Karnataka: কনের বিকৃত মুখ দেখে বিয়ে বাতিল হবু বরের, জেরার জন্য বিউটিশিয়ানকে আটক করল পুলিশ

ত্বক বিশেষজ্ঞরা বলছেন, কসমেটিকস প্রোডাক্টকে যেভাবে ব্যবহার করতে বলা হয়েছে সেভাবে যদি না ব্যবহার করা হয় তাহলে গুরুতর ক্ষত তৈরি হতে পারে। এই ধরনের পণ্যে থাকা কেমিক্যালস ত্বক ও শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি করতে পারে।

প্রতীকী ছবি

হাসান: কনের (Bride) বিকৃত মুখ (Blackened Face) ও সাজানো গোছানো দেখে চমকে উঠে বিয়ে বাতিল করেছিলেন হবু বর (Would-be groom)। এর জেরে অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউ (ICU)-তে ভর্তি হন মেয়েটি। আর তারপরই তাঁকে সাজানোর কাজে (makeover) নিযুক্ত বিউটিশিয়ান (Beautician)-কে আটক করে জেরা করল পুলিশ (Police)। ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) হাসান (Hassan) জেলার আরাসিকেরে (Arasikere) গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের  আগে পাত্রীকে দেখে বেশ পছন্দ করেছিলেন পাত্র। কিন্তু, বিয়ের দিন কনের বাড়িতে উপস্থিত হওয়ার পর মেয়েটির অদ্ভুত দর্শন মুখ দেখে হতবাক হয়ে যান তিনি। তারপর বিয়েও বাতিল করে দেন (Cancel the wedding)। এরপরই শোকগ্রস্ত হয়ে অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হন হবু কনে। পরিস্থিতি এমন জায়গায় যায় যে তাঁকে সাজানোর হয়েছিল যে বিউটি পার্লারে সেখানকার বিউটিশিয়ানকে জেরার জন্য আটক করে ( Beautician Detained For Questioning) পুলিশ।

জেরায় ওই বিউটিশিয়ান জানান, তিনি কিছু নতুন (Innovative) করতে চেয়েছিলেন। তাই ওই মেয়েটিকে সাজানোর সময় মুখে ফাউন্ডেশন (Foundation) দেওয়ার পর স্টিম (steam) দেন। এর ফলে হবু কনের সারা মুখে অ্যালার্জিক রিঅ্যাকশন (allergic reaction) বেরিয়ে পুড়ে গিয়ে (Burnt) বাদামী বর্ণের হয়ে যায়। আর তাঁর এই বিকৃত মুখ দেখে বিয়ে বাতিল করে দেন হবু বর।

মনের জ্বালায় অসুস্থ হয়ে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি হন মেয়েটি। এরপরই তাঁর বাড়ির লোক বিউটি পার্লারের মালিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার জেরে গঙ্গা নামে ওই বিউটিশিয়ানকে ডেকে পাঠিয়ে জেরা করা হয়।

ত্বক বিশেষজ্ঞরা বলছেন, কসমেটিকস প্রোডাক্টকে যেভাবে ব্যবহার করতে বলা হয়েছে সেভাবে যদি না ব্যবহার করা হয় তাহলে গুরুতর ক্ষত তৈরি হতে পারে। এই ধরনের পণ্যে থাকা কেমিক্যালস ত্বক ও শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি করতে পারে। আরও পড়ুন: Manish Sisodia: মিলল না জামিন, আরও দু দিন সিবিআই হেফাজতে মণীশ সিসোদিয়া