গরু দত্তক নিন, রাজ্যবাসীর উদ্দেশ্যে নির্দেশিকা জারি করল যোগী আদিত্যনাথের সরকার
বেওয়ারিশ গরুকে দত্তক নেওয়ার বরাত দিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার (Yogi Adityanath government)। রাস্তাঘাটে প্রচুর গরু ঘুরে বেড়ায় যাদের কোনও নির্দিষ্ট গোয়াল নেই, মালিকও কেউ নেই। এই সব গরুরা যা পায় তাই খায়, অসুস্থ হয়ে পড়ে। এতে সমাজের যেমন অকল্যাণ হয় তেমনই গরুর ক্ষতিও হয়। এই ছবিটা বদলে দিতেই বেওয়ারিশ গরুকে দত্তক নিন।
লখনউ, ১২ সেপ্টেম্বর: বেওয়ারিশ গরু দত্তক নেওয়ার বরাত দিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার (Yogi Adityanath government)। রাস্তাঘাটে প্রচুর গরু ঘুরে বেড়ায় যাদের কোনও নির্দিষ্ট গোয়াল নেই, মালিকও কেউ নেই। এই সব গরুরা যা পায় তাই খায়, অসুস্থ হয়ে পড়ে। এতে সমাজের যেমন অকল্যাণ হয় তেমনই গরুর ক্ষতিও হয়। এই ছবিটা বদলে দিতেই বেওয়ারিশ গরুকে দত্তক নিন। যাঁরা এমন গরু দত্তক নেবেন, তাঁদের প্রত্যেকেই দিন পিছু ৩০ টাকা করে পাবেন, গরুর দেখাশোনা করার জন্য। সাধারণত শহরতলি ও গ্রামের লোকজনকেই এক সঙ্গে এমর্মে চারটি গরু দত্তক নিতে পারেন। সরকারি তরফে এমন সুযোগই দেওয়া হচ্ছে। এই প্রকল্পের গালভরা নাম, ‘নিরাশ্রিত বেসাহারা গোবংশ সৌভাগ্যতা যোজনা। (Nirashrit/Besahara Govansh Sahbhagita Yojana)’
গত আট আগস্ট এই বেওয়ারিশ গরুর দেখাশোনার বিষয়টি সরকারি তরফে প্রকাশ্যে এলেও গত নয় সেপ্টেম্বর নির্দেশিকাটি কার্যকর করা হয়েছে। এদিকে নির্দেশিকা কার্যকর হতে না না হতেই বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫০০টি দত্তকের আবেদন জমা পড়েছে লখনউ প্রশাসনের কাছে। বেওয়ারিশ গরুর দেখভাল করার জন্য এত মানুষের আগ্রহ দেখেই অভিভূত সরকারি কর্তাব্যক্তিরা। এই প্রসঙ্গে পশুদের তত্ত্বাবধানের জন্য রাজ্যের প্রধান তেজ সিং যাদব বলেছেন, ‘কৃষক ও ভূমিহীন দিনমজুরদের থেকেই আমরা ১৫০০ আবেদন পেয়েছি। যাঁরা এই বেওয়ারিশ গরুগুলিকে দত্তক (cows for adoption) নিতে চান। তাঁদের রোজগার কত তা জানার চেষ্টা চলছে, সেই টাকার সঙ্গেই এই প্রকল্প জুড়ে দেওয়া হবে। এই বেওয়ারিশ গরুরা ঠিকঠাক যত্ন আত্তি পেলে গ্রামে যেমন ফসসলের ক্ষেত সুরক্ষিত থাকবে, তেমনই শহরের পথে ঘাটে দুর্ঘটনাও এড়ানো যাবে।’ আরও পড়ুন-বিছানায় মিলনে লিপ্ত ২ সাপ, না দেখেই বসে পড়ে নিজের মৃত্যু ডেকে আনলেন গৃহবধূ
উল্লেখ্য, ইতিমধ্যেই লখনউ থেকে এমন ২৪,৯৪০টি বেওয়ারিশ গরুকে ধরা হয়েছে। যার মধ্যে ৯ হাজার ৭৯টি গরুর কানে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। এই গরুগুলিকে এখন দত্তক নেওয়া যাবে। লখনউ পুরসভাতে এলে গরু দত্তকের ব্যবস্থা রয়েছে, ৪ হাজার ৪০০-র কিছু বেশি গরু এখন সেখানেই আছে। ৮৯৫টি গরু রয়েছে মোহনলাল গঞ্জে, মাল এলাকায় রয়েচে ৮৩৩টি গরু, মালিহাবাদ ব্লকে রয়েছে ৭৮৯টি গরু। এই প্রসঙ্গে প্রাণী উন্নয়নের ডিরেক্টর অরবিন্দ রাও বলেছেন, গোটা প্রক্রিয়াটি এখনও চলছে, ১৫ দিনের মধ্যেই যোগ্য আবেদনকারীদের কাছে গরুগুলিকে দত্তক দেওয়া হবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)