YES Bank: আজ থেকেই পুরোদমে পরিষেবা শুরু ইয়েস ব্যাঙ্কে, আগামী ৩ দিন শাখা খুলবে একঘণ্টা আগে

পুরোদমে পরিষেবা দিতে শুরু করল ইয়েস ব্যাঙ্ক (YES Bank)। আজ ব্যাঙ্কের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। কাল থেকে ২১ মার্চ পর্যন্ত ব্যাঙ্ক একঘণ্টা আগে খুলবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি, প্রবীণ গ্রাহকদের জন্য বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পরিষেবা দেওয়ার কথাও জানিয়েছে তারা।

ইয়েস ব্যাংকের লোগো (Photo Credit: Wikipedia)

মুম্বই, ১৮ মার্চ: পুরোদমে পরিষেবা দিতে শুরু করল ইয়েস ব্যাঙ্ক (YES Bank)। আজ ব্যাঙ্কের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। কাল থেকে ২১ মার্চ পর্যন্ত ব্যাঙ্ক একঘণ্টা আগে খুলবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি, প্রবীণ গ্রাহকদের জন্য বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পরিষেবা দেওয়ার কথাও জানিয়েছে তারা।

টুইটারে এক বিবৃতিতে ব্যাঙ্কটি জানিয়েছে, "আমাদের ব্যাঙ্কিং পরিষেবা এখন চালু হয়েছে। আপনরা এখন আমাদের সব পরিষেবা পেতে পারেন। ধৈর্য এবং সহযোগিতার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের সব শাখা ১৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত এক ঘন্টা খুলবে। এছাড়া আমরা প্রবীণ নাগরিকদের জন্য পরিষেবার সময় বাড়িয়েছি। বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রবীণ নাগরিক গ্রাহকদের পরিষেবা দেওয়া হবে।" আরও পড়ুন: Coronavirus In Kolkata: মাস্ক তৈরি করবে তন্তুজ ও বঙ্গশ্রী, অর্ডার দেড় লাখের

এমাসের গোড়ায় ব্যাঙ্কের আর্থিক অবস্থার অবনতির দিকে লক্ষ রেখে ৩ এপ্রিল পর্যন্ত ইয়েস ব্যাঙ্কের পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পাশাপাশি ব্যাঙ্কের বোর্ডের রাশ নিজের হাতে নেয় আরবিআই। ইয়েস ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হয় ৫০,০০০ টাকায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াসহ আরও বহু ব্যাঙ্ক লগ্নি করার পর বিপর্যয় কাটাতে চলেছে ব্যাঙ্কটি।



@endif