X Banned Over 1.9 lakh Accounts in India: এক মাসে ১লাখ ৯৪ হাজার একাউন্ট নিষিদ্ধ করল ইলন মাস্কের এক্স কর্পোরেশন

ইলন মাস্ক পরিচালিত এক্স কর্পোরেশন ২৬মে থেকে ২৫ জুনের মধ্যে ভারতে ১,৯৪,০৫৩ টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টের বেশিরভাগই শিশুদের যৌন শোষণ এবং অসম্মতিমূলক নগ্নতার প্রচারের জন্যই বন্ধ করা হয়েছে।

Twitter (Photo Credits: X)

ইলন মাস্ক পরিচালিত এক্স কর্পোরেশন ২৬মে থেকে ২৫ জুনের মধ্যে ভারতে ১,৯৪,০৫৩ টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টের বেশিরভাগই শিশুদের যৌন শোষণ এবং অসম্মতিমূলক নগ্নতার প্রচারের জন্যই বন্ধ করা হয়েছে। এছাড়াও ভারতবর্ষের বুকে সন্ত্রাসবাদ প্রচারের জন্য মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ১৯৯১টি অ্যাকাউন্টও দেশ থেকে সরিয়ে নিয়েছে। অর্থাৎ এই এক মাস সময়ের মধ্যে এক্স প্ল্যাটফর্ম থেকে মোট ১,৯৬,০৪৪

অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।

নতুন তথ্য ও প্রযুক্তি আইন, ২০২১ অনুযায়ী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম তার মাসিক প্রতিবেদনে বলেছে যে তাঁরা একই সময়ে ভারতের এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের কাছ থেকে ১২৫৭০টি অভিযোগ পেয়েছে তার অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে। এছাড়াও কোম্পানিটি ৫৫টি অভিযোগ প্রক্রিয়া করেছে যারা অ্যাকাউন্ট সাসপেনশনের আবেদন করছে। এক্স কর্পোরেশনের তরফ থেকে বলা হয়েছে- "পরিস্থিতির সুনির্দিষ্ট পর্যালোচনা করার পরে আমরা এই অ্যাকাউন্টের ৪টি সাসপেনশন বাতিল করেছি। বাকি রিপোর্ট করা অ্যাকাউন্টগুলি সাসপেন্ড করা হয়েছে।এছাড়া আমরা এই প্রতিবেদনের সময়কালে অ্যাকাউন্ট সম্পর্কে সাধারণ প্রশ্ন সম্পর্কিত ৬১ টি অনুরোধ পেয়েছি" -বলেও জানায় তাঁরা। ১২৫৭০ টি আবেদনের মধ্যে ভারত থেকে বেশিরভাগই নিষেধাজ্ঞা ফাঁকি (৫২৮৯), সংবেদনশীল প্রাপ্তবয়স্ক সামগ্রী (২৭৬৮), ঘৃণ্য আচরণ (২১৯৬), এবং অপব্যবহার/হয়রানি (১২৪৩) সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত হয়েছে।

গত ২৬ এপ্রিল থেকে ২৫ মে এর মধ্যে, এক্স (X) কর্পোরেশন দেশে ২,২৯,৯২৫ টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। যার মধ্যে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি তার প্ল্যাটফর্মে সন্ত্রাসবাদ প্রচারের জন্য ৯৬৭টি অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে।