Bride Cancels Wedding: টাকা গুনতে অক্ষম হওয়ায় বিয়ের আসর থেকে হবু বরকে ফেরাল যুবতী
মেয়েটি বিয়ে বাতিল করে দেওয়ার পর দুই পরিবারের মধ্যে তুমুল গণ্ডগোল হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মেয়েটিকে বোঝানোর চেষ্টা করলেও সফল হয়নি। এর ফলে বরযাত্রী বাড়ি ফিরে যায়। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও পক্ষই কোনও অভিযোগ দায়ের করেনি।
কানপুর: টাকার নোট (Currency note) গুনতে অক্ষম হওয়ায় বিয়ের আসর থেকে হবু বরকে (groom) ফেরাল এক যুবতী (woman)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UttarPradesh) ফারুখাবাদের (Farrukhabad) মহম্মদাবাদ কোতয়ালি (Mohammadabad kotwali) এলাকার দুর্গাপুর (Durgapur) গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একই জেলার ২৩ বছরের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল দুর্গাপুর গ্রামের বাসিন্দা ২১ বছরের রীতা সিংয়ের (Reeta Singh)। বিয়ের কিছুক্ষণ আগে পুরোহিত (priest) কনের বাড়ির লোকদের জানান হবু বরের আচরণ স্বাভাবিক (odd behaviour) নয়। হাবভাব দেখে মনে হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন।
এই কথা শোনার পরেই রীতা সিংয়ের পরিবারের লোকেরা ছেলেটিকে একটা পরীক্ষা করার পরিকল্পনা নেন। তাকে ১০ টাকার ৩০টি নোট দিয়ে গুনতে বলা হয়। কিন্তু, সেই নোটগুলি ঠিক করে গুনতে পারেনি যুবকটি। এরপর পাত্র ও পাত্রীপক্ষের লোকজনের মধ্যে তুমুল গণ্ডগোল শুরু হয়। কিছুক্ষণ বাদে বিয়ে ভেঙে দিয়ে বিয়ের আসর থেকে চলে যান রীতা সিং।
যুবকের মানসিক স্বাস্থ্য সম্পর্কে মেয়ের বাড়ির লোক কিছু জানত না বলে জানা গেছে। এপ্রসঙ্গে মেয়েটির মোহিত বলেন, "সাধারণত বিশ্বাসের উপর ভর করে বিয়ে হয়। আমাদের বোনের যে বিয়ে ঠিক করেছিলেন তিনি খুবই ঘনিষ্ট আত্মীয়। তাঁকে আমরা বিশ্বাস করে ছেলেটার সঙ্গে আর দেখা করিনি।"
পুলিশ সূত্রে খবর, মেয়েটি বিয়ে বাতিল করে দেওয়ার পর দুই পরিবারের মধ্যে তুমুল গণ্ডগোল হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মেয়েটিকে বোঝানোর চেষ্টা করলেও সফল হয়নি। এর ফলে বরযাত্রী বাড়ি ফিরে যায়। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও পক্ষই কোনও অভিযোগ দায়ের করেনি।