Ahmedabad:অনলাইন টিপস মেনে সঙ্গম, রক্তপাতের জেরে মৃত্যু ২৩ বছরের তরুণীর

ইতিমধ্যেই এই ঘটনায় মৃতার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে মৃতার দেহ ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ আমেদাবাদে মর্মান্তিক মৃত্যু ২৩ বছরের তরুণীর। অনলাইন টিপস মেনে প্রেমিকের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে গিয়েই মৃত্যু বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে আমেদাবাদের নভসারি জেলার একটি হোটেলে। প্রেমিকের সঙ্গে সেখানেই ছিলেন বছর ২৩ এর নার্সিং পড়ুয়া। অনলাইন কোনও সাইট থেকে প্রাপ্ত টিপস মেনে সঙ্গমে লিপ্ত হন তাঁরা। এরপরই তরুণীর যৌনাঙ্গ থেকে রক্তপাত হতে শুরু করে। প্রবল রক্তপাতের কারণে অজ্ঞান হয়ে যান তরুণী। শেষমেশ মৃত্যু হয় তাঁর। রক্তপাতের সময় হাসপাতালে না নিয়ে গিয়ে সেই অনলাইনেই প্রতিকার খুঁজেছিলেন প্রেমিক এমনটাই অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। এরপর তরুণীর বাড়িতে ফোন করে সবটা জানান প্রেমিকই। তবে বাড়ির লোক এসে পৌঁছানর আগেই মৃত্যু হয় ওই নার্সিং পড়ুয়ার। ইতিমধ্যেই এই ঘটনায় মৃতার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে মৃতার দেহ ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

অনলাইন টিপস মেনে সঙ্গম, রক্তপাতের জেরে মৃত্যু ২৩ বছরের তরুণীর