Prime Minister Modi: প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডঃ টেড্রোসের, ভারতের সঙ্গে বন্ধুত্বকে সম্মান জানিয়ে তুলসী ভাইকে টুইট মোদীর (দেখুন পোস্ট)

Photo credit: Twitter@DrTedros

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লোকসভা নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।ডঃ টেড্রোস এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন-  "আমি সকলের জন্য স্বাস্থ্য (HealthForAll) পরিষেবায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ভারতের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ"।

প্রধানমন্ত্রী মোদীও তাঁর 'তুলসী ভাই' অর্থাৎ ডঃ টেড্রোসকে অভিনন্দন জানিয়েছেন তাঁর শুভেচ্ছা বার্তার জন্য। ২০২২ সালে ডঃ টেড্রোসকে এই নামটি দেন প্রধানমন্ত্রী মোদী।

 উল্লেখ্য যে কোভিড পরবর্তী সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। কোভিড টিকা সরবরাহ ছাড়াও সকলের জন্য স্বাস্থ্য প্রকল্পে ভারতের যোগদান অনস্বীকার্য। এছাড়া ২০২৩ সালে উচ্চমানের সহায়ক প্রযুক্তির বিকাশ ও প্রসারে ভারতের স্বাস্থ্য গবেষণা দপ্তর (ডিএইচআর) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মধ্যে সম্পাদিত সহযোগিতা চুক্তিটিও অনুমোদিত হয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য গবেষণা দপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে এই সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয় ২০২২-এর ১০ অক্টোবর। এর লক্ষ্য ছিল গবেষণা, উদ্ভাবন এবং উপযুক্ত প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এই সহায়ক প্রযুক্তি সম্পর্কে বিশ্ববাসীকে আগ্রহী করে তোলা।