West Bengal Assembly Election 2021 Dates: ৮ দফায় ভোট পশ্চিমবঙ্গে, ২৭ মার্চ প্রথম দফায় ভোট, গণনা ২ মে

আজ পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। আজ বিকেল সাড়ে ৪ টায় সাংবাদিক সম্মলন করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি বলেন, বাংলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯১৬। যা ২০১৬ সালের তুলনায় ৩১ শতাংশ বৃদ্ধি। সব বুথই একতলায় হবে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে।

নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি: আজ পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। আজ বিকেল সাড়ে ৪ টায় সাংবাদিক সম্মলন করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি বলেন, বাংলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯১৬। যা ২০১৬ সালের তুলনায় ৩১ শতাংশ বৃদ্ধি। সব বুথই একতলায় হবে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলি চিহ্নিত করা হয়েছে। ভোটদানের সময় একঘণ্টা বাড়ানো হচ্ছে। প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে, তার তালিকা তৈরি হবে। এবার অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। রোড শো-তে সর্বোচ্চ পাঁচ গাড়িকে অনুমতি। ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারিতে নির্বাচন হবে। ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। সংবাদপত্র, সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। বোর্ড পরীক্ষার কথা মাথায় রাখা হচ্ছে। পরীক্ষার দিন ভোটগ্রহণ নয়।

 

সাধারণত মার্চের প্রথম সপ্তাহে পশ্চিবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে থাকে কমিশন। এবার আর তা হচ্ছে না। এক সপ্তাহ আগেই তা ঘোষণা হয়ে গেল। আজ নির্ঘণ্ট ঘোষণার মুহূর্ত থেকেই লাগু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। অর্থাৎ নাগরিক কল্যাণ মূলক কোনও প্রকল্পের ঘোষণা ও উদ্বোধন করতে পারবে না রাজ্য সরকার।