Weather Update For La Nina: লা নিনার ভ্রুকুটি, হাড় কাঁপানো শীতে বরফে 'জমে যাবে' উত্তর ভারত, সতর্কতা
আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, লা নিনার প্রভাবে ভারতে এবার প্রচণ্ড ঠাণ্ডা পড়বে। উত্তর ভারত বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর কার্যত বরফ হয়ে যাবে।
দিল্লি, ১৯ নভেম্বর: লা নিনার (La Nina) প্রভাবে এবার ভারত জুড়ে শীত (Winter) পড়বে জবরদস্ত। বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলিতে। এবার এভাবেই সতর্ক করল আবহাওয়া দফতর (IMD)। নভেম্বর মাস থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে শত পড়তে শুরু করবে। রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই তাপমাত্রার পারদ নিম্নগামী। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে রাত বাড়লে তাপমাত্রা নেমে যাচ্ছে হু হু করে। দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে বর্তমানে রাতের দিকে তাপমাত্রা নেমে ১৪ থেকে ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।
আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, লা নিনার প্রভাবে ভারতে এবার প্রচণ্ড ঠাণ্ডা পড়বে। উত্তর ভারত বিশেষ করে উত্তরাখণ্ড (Uttarakhand), হিমাচল প্রদেশ (Himachal Pradesh), জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) কার্যত বরফ হয়ে যাবে। তাপমাত্রা ৩ ডিগ্রিতে নেমে যেতে পারে। তাপমাত্রা যেমন কমবে সেই সঙ্গে শীতের সময় বৃষ্টি হলে তা চাষের কাজে ক্ষতি করবে। ফলে লা নিনার প্রভাব এবার ভারত ঠিক কতটা পড়তে চলেছে,তা নিয়ে চিন্তিত হাওয়া অফিস।