Weather Update After Cyclonic Storm: ঘূর্ণিঝড় ডানার পর কেমন থাকবে আগামীকালের আবহাওয়া দেখুন
ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে।
কলকাতা, ২৫ অক্টোবর: ঘূর্ণিঝড় ডানার (Cyclone Dana) দাপটে ওড়িশার (Odisha) বেশ কিছু অঞ্চলে কার্যত লণ্ডভণ্ড। কোনও এলাকা জলের নীচে, আবার কোনও অঞ্চলে গাছ পড়ে রাস্তাঘাট অবরুদ্ধ। ডানা স্থলভাগে আছড়ে পড়ার পর ১০০-১১০ কখনও ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় বয়ে যায়। সেই সঙ্গে ছিল মুষলধারে বৃষ্টি। এবার ডানার প্রভাব কমলেও, ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে এক নাগাড়ে বৃষ্টি চলবে। বর্তমানে ওড়িশার উপকূলবর্তী এলাকায় অতি থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। কেওনঝড়, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জে অতি ভারী বৃষ্টি হবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। অন্যদিকে পুরী, কটক, ধেনকানাল, জগৎসিংপুর, আঙুল, নয়াগড়েও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দেখুন কী জানানো হল হাওয়া অফিসের তরফে...
ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গে (West Bengal) পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি (Rain) হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় খানিক ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। বিকেলের দিকে এই ঝোড়ো হাওয়ার গতি ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণ ঝাড়খণ্ডেও ডানার প্রভাবে হালকা বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। ২৬ অক্টোবর দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টির সঙ্গে হাওয়া বইতে পারে বলে আশঙ্কা।