IPL Auction 2025 Live

Water Crisis In Delhi: পার্শ্ববর্তী ৩ রাজ্য জল দিক, তেষ্টা মেটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লি সরকার

বৃহস্পতিবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, রাজধানী শহর পার্শ্ববর্তী যে রাজ্যগুলির সঙ্গে সীমান্ত ভাগ করে, সেখান থেকে তাঁদের জলের যোগান দেওয়া হোক। কেন্দ্রের বিজেপি সরকার যদি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের সঙ্গে কথা বলে দিল্লিতে জলের যোগানের বিষয়ে, তাহলে রাজধানীর মানুষের সুবিধা হবে।

Water Crisis In Delhi (Photo Credit: ANI/Delhi)

দিল্লি, ৩১ মে: এ বছর দিল্লির (Delhi) তাপমাত্রা সর্বকালের সব রেকর্ড ভেঙেছে। তীব্র গরমে যখন পুড়ছে দিল্লি, সেই সময় রাজধানী শহরে ব্যাপক জল সঙ্কটও দেখা দিয়েছে। দিল্লির তাপমাত্রা যখন ৫২ ডিগ্রির পারদ ছুঁয়েছে, সেই সময় হু হু করে জলের চাহিদা (Water Crisis) বাড়ছে ভারতের রাজধানী শহরে। দিল্লিতে জলের সঙ্কট মেটাতে সরকারের তরফে ট্যাঙ্কার পাঠানো হলেও, তাতে কাজ হচ্ছে না। এই পিরস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লি। হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশ থেকে যাতে দিল্লিকে জলের যোগান দেওয়া হয়, সে বিষয়ে আপ সরকারের তরফে আবেদন জানানো হয়।

আরও পড়ুন: Delhi Water Crisis: জল সংকটে রাজধানী! ট্যাঙ্ক আসতেই জলের জন্য রাস্তায় ভিড় জনসাধারণের

বৃহস্পতিবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, রাজধানী শহর পার্শ্ববর্তী যে রাজ্যগুলির সঙ্গে সীমান্ত ভাগ করে, সেখান থেকে তাঁদের জলের যোগান দেওয়া হোক। কেন্দ্রের বিজেপি সরকার যদি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের সঙ্গে কথা বলে দিল্লিতে জলের যোগানের বিষয়ে,  তাহলে রাজধানীর মানুষের সুবিধা হবে। বিজেপির এই সদর্থক ভূমিকার জন্য মানুষ তাদের ধন্যবাদ জানাবেন বলেও মন্তব্য করতে শোনা যায় কেজরিওয়ালকে।  তাপমাত্রা যেভাবে বাড়ছে,তা রোখার সাধ্য কারও  নেই। ফলে এই সময় সবাই যদি একসঙ্গে কাজ করেন, তাহলে সাধাণ মানুষ উপকৃত হবেন বলেও ম্নতব্য করেন অরবিন্দ কেজরিওয়াল।