Viral Video: দিওয়ালিতে চলন্ত গাড়ির পিছনে থেকে নিজে থেকেই ফাটছে বাজি, ভাইরাল ভিডিওতে পুলিশের জালে

এবারের দিওয়ালিতে দেশের সোশ্যাল মিডিয়ায় অন্যতম সবচেয়ে ভাইরাল ভিডিও-র পিছনে কড়া নজর পুলিশের।

The incident was captured by a CCTV camera in Gurgaon

গুরগাঁও, ২৮ অক্টোবর; এবারের দিওয়ালিতে দেশের সোশ্যাল মিডিয়ায় অন্যতম সবচেয়ে ভাইরাল ভিডিও-র পিছনে কড়া নজর পুলিশের। ভিডিওটিতে দেখা যায়, দিওয়ালির রাতে গুরগাঁওয়ের রাস্তায় ছুটে চলা কালো রঙের এক সিডান গাড়ির পিছনে নিজে থেকেই ফেটে চলেছে একের পর এক বাজি, বোম্ব, তুবড়ি।

সেই গাড়ির ভিডিওটিতে তোলেন পিছনের গাড়ি থেকে বসা এক ব্যক্তি। তিনি সেই ভিডিও ইনস্টাগ্রামে দিতেই ভাইরাল হয়ে যায়।

দেখুন ভিডিও

গাড়িটি যে বেশ বিপজ্জনক কাজ করেছিল, এবং তা থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারত সেটা বুঝতে পেরে সিসিটিভি ফুটেজ দেখে কালো সিডান গাড়িটির মালিককে খুঁজে করে পুলিশ। দেখা যায় গাড়ির মালিক ক দিন আগেই সেটি অন্য কাউকে বিক্রি করে দিয়েছেন। সেই ব্যক্তির খোঁজ চলছে। গাড়ির পিছন থেকে এভাবে বিপজ্জজনক কায়দায় বাজি ফাটানোর জন্য কঠোর শাস্তি দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।