VP Elections 2025: রাত পোহালেই উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোটদান নিয়ে ব্রেকিং নিউজ শোনাল নবীন পট্টনায়েকের দল

গতবারের চেয়ে লোকসভায় বিজেপির সংখ্যা অনেকটা কমে গেলেও, সামগ্রিক বিচারে এই উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীর চেয়ে অনেকটাই এগিয়ে এনডিএ জোটের প্রার্থী। গোপন ব্যালটে ভোট হলেও হেভিওয়েট প্রার্থী সুদর্শন রেড্ডি-র চেয়ে এনডিএ প্রার্থীর সি.পি রাধাকৃষ্ণণ সংখ্য়ার বিচারে জয়ের বিষয়ে একধাপ এগিয়ে।

B. Sudershan Reddy (Photo Credit: File Photo)

VP Elections 2025: আগামিকাল, মঙ্গলবার দেশে উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Elections 2025)। জগদীপ ধনখড়ের আচমকা পদত্যাগের পর হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচন। দেশের শাসক এনডিএ (NDA) উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি রাধাকৃষ্ণণ (C. P. Radhakrishnan)-কে। অন্যদিকে, বিরোধী জোট ইন্ডিয়া (INDIA)-র প্রার্থী হয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি (B. Sudershan Reddy)। সংসদের দুই কক্ষ- রাজ্যসভা ও লোকসভার সাংসদরাই শুধু উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। গতবারের চেয়ে লোকসভায় বিজেপির সংখ্যা অনেকটা কমে গেলেও, সামগ্রিক বিচারে এই উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীর চেয়ে অনেকটাই এগিয়ে এনডিএ জোটের প্রার্থী। উপরাষ্ট্রপতি নির্বাচনে জিততে গেলে ৩৯৪টি ভোটের প্রয়োজন আছে, সেখানে এনডিএ-র মোট প্রায় ৪২২-৪৩৬ ভোট রয়েছে। এর ফলে এনডিএ-র প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ এগিয়ে রয়েছেন।

সংখ্যার বিচারে অনেকটাই এগিয়ে রয়েছে এনডিএ

গোপন ব্যালটে ভোট হলেও হেভিওয়েট প্রার্থী সুদর্শন রেড্ডি-র চেয়ে এনডিএ প্রার্থীর সি.পি রাধাকৃষ্ণণ সংখ্য়ার বিচারে জয়ের বিষয়ে একধাপ এগিয়ে। তবে এই ভোটে চারটি দলের দিকে বিশেষ করে নজর থাকছে। তারা কোন দিকে ভোট দেয়, দেশের ক্ষমতার রাজনীতি অনেকটাই নির্ভর করবে। কারণ লোকসভায় সাংসদ সংখ্যার বিচারে শাসক দল NDA ও বিরোধী জোট INDIA-র মধ্যে ব্যবধান সামান্যই। কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আছে মূলত চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম ও নীতীশ কুমারের জেডি (ইউ)-য়ের সমর্থনে। নীতীশ কয়েক বছর আগেও ইন্ডিয়া জোটের বড় নেতা ছিলেন। আর চন্দ্রবাবু নাইডু অতীতে বারবার নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন। আর তাই দেশের রাজনীতিতে তৃতীয় শক্তির দলগুলির বড় ভূমিকা আছে। সেই তৃতীয় শক্তির দলগুলি হল- ১) নবীন পট্টনায়েকের বিজু জনতা দল (BJD), ২) মায়াবতীর বহুজন সমাজ পার্টি (BSP), ৩) জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস (YSRCP), ৪) কেসিআর-এর ভারত রাষ্ট্রীয় সমিতি (BRS)। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওডিশার প্রধান বিরোধী দল বিজেডি।

লোকসভায় কোনও সাংসদ না থাকলেও রাজ্যসভায় ৭জন সাংসদ আছে বিজেডির

২০২৪ নির্বাচনে বিপর্যয়ের পর লোকসভায় নবীন পট্টনায়েকের দলের কোনও সাংসদ নেই। তবে রাজ্যসভায় BJD-র ৭জন সাংসদ আছে। বিজেপি-র আক্রমণাত্মক রাজনীতিতে একেবারে কোণঠাসা হয়ে পড়া বিজেডি এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিল। গত কয়েক বছর ধরে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেডি বরাবর বিজেপি বা এনডিএ প্রার্থীদেরই সমর্থন দিয়ে এসেছে। কিন্তু ওডিশা রাজনীতির পরিবর্তিত পরিস্থিতিতে আর বিজেপিকে কেন্দ্রে সমর্থন সম্ভব নয় বলেও সি.পি রাধাকৃষ্ণণ-কে ভোট দিচ্ছে না নবীনের দল। আবার কংগ্রেসকে চিরকালীন শত্রু মনে করায় নবীনের দলের পক্ষে ইন্ডিয়া শিবিরের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সুদর্শন রেড্ডি-কেও ভোট দেওয়া সম্ভব নয়। তাই বিজু জনতা দল ভোটদানে বিরত থাকবে বলেই জানাল।

 কী জানালেন বিজেডি সাংসদ সস্মিত পাত্র

বিজেডির রাজ্যসভার সাংসদ সস্মিত পাত্র জানালেন, " বিজু জনতা দল আগামিকাল, মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিতি থাকবে। বিজুপ জনতা দল এনডি ও ইন্ডিয়া জোটের সঙ্গে সম দূরত্ব বজায় রেখে চলবে। আমাদের লক্ষ্য হল ওডিশার সাড়ে ৪ কোটি মানষের উন্নয়ন ও জনকল্যাণ। আমার সেই লক্ষ্যেই স্থির আছি।"

ওডিশায় এখন বিজেপির সরকার, নবীনকে গদিতে ফিরতে হলে পদ্ম শিবিরকে ধাক্কা দিতেই হবে

প্রসঙ্গত, ওডিশা প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপির সরকার। আর তাই প্রধান বিরোধী দল হিসাবে বিজেডি রাজ্যজুড়ে সরকার বিরোধী নানা কর্মসূচি করছে। বরাবার বিজেপি ঘেঁষা নবীন পট্টনায়েককে গদি ফেরত পেতে হলে এবার বিজেপির বিরোধিতা করতেই হবে। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে একেবারে সরাসরি বিরোধিতার রাস্তায় না হেঁটে কংগ্রেসকে ওডিশা রাজনীতিতে আরও প্রাসঙ্গিক করে দিলেন নবীন, এমন কথাই বলছেন বিশেষজ্ঞমহলের একাংশ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement