Viral Video: আগ্রায় ঘটে গেল 'হাইভোল্টেজ' নাটক,স্ত্রীসহ প্রেমিকের গাড়ি অনুসরণ করল স্বামী

আগ্রায় সন্দেহভাজন এক স্ত্রী এবং তার পরকীয়া সম্পর্কের ঘটনা সামনে এল সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।ঘটনাটি আগ্রার সিকান্দ্রা থানা এলাকার।

Photo Credit_Twitter

এই হাইভোল্টেজ নাটকে স্বামী-স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের মধ্যে হাতাহাতি হয়। স্ত্রী প্রেমিকের সাথে ঘোরাফেরা করছিল, তারপর স্বামী বাইকে করে মেয়েকে অনুসরণ করে আগ্রা-দিল্লি হাইওয়েতে পৌঁছলেন এবং তারপর...আগ্রায় সন্দেহভাজন এক স্ত্রী  এবং তার পরকীয়া সম্পর্কের ঘটনা সামনে এল সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।ঘটনাটি আগ্রার সিকান্দ্রা থানা এলাকার। স্ত্রীর প্রতি সন্দেহ হওয়ায় স্বামী তাকে হঠাৎ অনুসরণ করেন।আগ্রা দিল্লি হাইওয়েতে তিনি তাঁর স্ত্রীকে তাঁর প্রেমিকের সাথে স্কুটিতে যেতে দেখেন।তারপর তিনি স্ত্রী এবং তার পুরুষ বন্ধুর জন্য ভিডিও করা শুরু করেন। ওই সময় ওই দম্পতির মেয়ে বাবার গাড়িতে চড়ে যাচ্ছিল। অপরিচিত ব্যক্তির সঙ্গে মাকে এভাবে যেতে দেখেন সেও। তারপর তাঁরা গাড়িতে চড়েই চিৎকার শুরু করেন। তারপর গাড়ি থেকে নেমেই মারপিটে জড়িয়ে পড়েন। পুলিশ স্বামী ও স্ত্রী এর প্রেমিক দুজনকেই শান্তি ভঙ্গের ধারায় জরিমানা করেছেন। কি ঘটেছিল দেখে নিন সেই ভিডিও-



@endif