IPL Auction 2025 Live

Viral Video: আমূলের প্রোটিন বাটার মিল্কের প্যাকেটে কৃমি, ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি সামাজিক মাধ্যম X-এ গজেন্দ্র যাদব নামে এক ব্যাক্তি এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। X-এ তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন।

ভাইরাল ছবি (Photo Credit:X)

খাবারে কেন্নো (Centipede), মরা ইঁদুরের(Rat) পর এ বার আমূল (Amul) কোম্পানির প্রোটিন বাটার মিল্কে (Protein Butter Milk) পাওয়া গেল কৃমি (Worms)। সম্প্রতি সামাজিক (Social Media)  মাধ্যম X-এ গজেন্দ্র যাদব নামে এক ব্যাক্তি এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। X-এ তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে, আমূলের প্রোটিন বাটার মিল্কের প্যাকেটের গায়ে কিলবিল করছে কৃমি। এ ছাড়া প্যাকেটগুলি অপরিস্কার এবং তা থেকে রীতিমতো দুর্গন্ধ বের হচ্ছে। ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্নের মুখে আমূল। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় আমূল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, বিগত কয়েকমাস ধরে বারে-বারে এই ধরনের ঘটনা ঘটছে। কখনও খাবারে মরা ইঁদুর, কখনও আবার কেন্নো বারবার শিরোনামে এসেছে এই ধরনের ঘটনা। যা রীতিমতো ভয় ধরাচ্ছে সাধারণ মানুষের মনে। তবে তা সত্ত্বেও টনক নড়ছে না খাবার-দাবার প্রস্তুতকারকদের। খাবারের গুণমান বিচার না করেই তা ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে তারা, ফলে এই ধরনের ঘটনা ঘটছে বলে মিনে করছেন ক্রেতাদের একাংশ।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো