Omicron Scare In India: আমাদের প্রস্তুত থাকতে হবে, ওমিক্রনে দিশেহারা ইংল্যান্ডের তুলনা টানলেন এইমস ডিরেক্টর

আমাদের সমস্তরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। এবং আশা করব পরিস্থিতি ইংল্যান্ডের মতো এতটাও খারাপ হবে না। ওমিক্রন সংক্রান্ত আরও তথ্য আমাদের জানতে হবে।

AIIMS Director Dr Randeep Guleria (Photo Credits: ANI)

পুনে, ২০ ডিসেম্বর: দেশে সার্বিকভাবে কোভিড কমলেও মহামারী এখনও সক্রিয়। আর বর্ষশেষে যখন করোনা সংক্রমণ নিম্নমুখী, তখন নয়া প্রজাতি ওমিক্রন একেবারে শিরে সংক্রান্তির মতো হাজির হয়েছে। দেশে ১০০ জনেরও বেশি জনগণের শরীরে ইতিমধ্যেই মিলেছে ওমিক্রন সংক্রমণ। এদিকে ইংল্যান্ডে তো শুরু হয়েগেছে ব্যাপকহারে। আর এই পরিস্থিতিতে রবিবার দেশবাসীকে তর্ক করলেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, "আমাদের সমস্তরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। এবং আশা করব পরিস্থিতি  ইংল্যান্ডের মতো এতটাও খারাপ হবে না। ওমিক্রন সংক্রান্ত আরও তথ্য আমাদের জানতে হবে। বিশ্বের অন্যপ্রান্ত যখন ওমিক্রন হানায় তটস্থ তখন  এহেন ঘটনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। এবং নিজেদের তৈরি রাখতে হবে। আচমকা মহামারীর কবলে পড়ে দিশাহারা হওয়ার চেয়ে আগেভাগে প্রস্তুত থাকা ঢের স্বস্তির।" আরও পড়ুন-Winter In Jammu and Kasmir: শীতে কাঁপছে কাশ্মীর, জম্মুতে আগুনে হাত পা সেঁকছে দিনমজুরের দল

গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনার এই নয়া প্রজাতির সন্ধান সর্বপ্রথম মিলেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজে থেকে এহেন প্রজাতির খবর বছর শেষের আগে প্রকাশ্যে আনে। গত ৯ নভেম্বর আক্রান্ত ব্যক্তির শরীর থেকে পাওয়া নমুনা পরীক্ষা করে জানা গিয়েছিল। তিনি করোনার নয়া প্রজাতির দ্বারা সংক্রামিত। গত ২৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পাওয়া  বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার এই নয়া প্রজাতির  B.1.1.529- নামকরণ করে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিচারে ওমিক্রন এখন "ভ্যারিয়েন্ট অফ কনসার্ন।"