Delhi Hit And Run Victim Anjali Singh House ransacked Video: দিল্লি দুর্ঘটনায় নিহত অঞ্জলির বাড়িতে ভাঙচুর, দেখুন ভিডিয়ো

র্ষবরণের রাতে দিল্লির রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন অঞ্জলি সিং নামে ওই তরুণী। বর্ষবরণের রাতে অঞ্জলি যখন তাঁর বন্ধুর সঙ্গে স্কুটিতে করে যাচ্ছিলেন, সেই সময় তাঁদের ধাক্কা মারে এক গাড়ি। ওই গাড়ির চাকায় অঞ্জলির পোশাক আটকে যায়। অঞ্জলির পোশাক গাড়ির চাকায় আটকে গেলেও, তা লক্ষ্য করেননি সেখানে থাকা যাত্রীরা।

Anjali Singh (Photo Credit: File Photo)

দিল্লি, ৯ জানুয়ারি: দিল্লির (Delhi) হিট অ্যান্ড রান দুর্ঘটনায় নিহত অঞ্জলি সিংয়ের (Anjali Singh) বাড়িতে চালানো হল ভাঙচুর। দিল্লির আমন বিহারে অঞ্জলির বাড়িতে কে বা কারা ভাঙচুর চালায়, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অঞ্জলি সিংয়ের বাড়ির দরজার তালা ভেঙে সেখান লুঠপাট চালানো হয় বলে খবর। চুরির উদ্দেশেই কেউ বা কারা অঞ্জলির বাড়িতে হানা দেয় বলে প্রাথিকভাবে মনে করা হচ্ছে। অঞ্জলি সিংয়ের  মৃত্যুর পর তাঁর মা এবং ভাইবোনরা আমন বিহারের ওই বাড়িতে থাকতেন। আচমকাই তা ভেঙে দেওয়া হয়। অঞ্জলি সিংয়ের আমন বিহারের বাড়িতে ভাঙচুরের পর তাঁর মা এবং ভাইবোনরা দিল্লির সুলতানপুরীতে তাঁদের মামাবাড়িতে থাকছেন বলে খবর। দেখুন সেই ভিডিয়ো...

আরও পড়ুন: Hit And Run Case: দিঘার পুনরাবৃত্তি! ১১ বছর পর দিল্লিতে ধৃত হিট অ্যান্ড রান মামলায় অভিযুক্ত

প্রসঙ্গত বর্ষবরণের রাতে দিল্লির রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন অঞ্জলি সিং নামে ওই তরুণী। বর্ষবরণের রাতে অঞ্জলি যখন তাঁর বন্ধুর সঙ্গে স্কুটিতে করে যাচ্ছিলেন, সেই সময় তাঁদের ধাক্কা মারে এক গাড়ি। ওই গাড়ির চাকায় অঞ্জলির পোশাক আটকে যায়। অঞ্জলির পোশাক গাড়ির চাকায় আটকে গেলেও, তা লক্ষ্য করেননি সেখানে থাকা যাত্রীরা। অঞ্জলির জামা যখন গাড়ির চাকায় আটকে যায়, সেই অবস্থাতেই তাঁকে টেনে নিয়ে যাওয়া হয় কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে। 

অঞ্জলিকে যখন গাড়িটি টেনে নিয়ে যায়, সেই অবস্থাতে রাস্তার মাঝেই মৃত্যু হয় ওই তরুণীর। যে ঘটনা প্রকাশ্যে আসতেই  শোরগোল শুরু হয়ে যায় প্রায় গোটা দেশ জুড়ে।