Uttarakhand Govt Bans Entry Of Domestic And Foreign Tourists: করোনা সংক্রমণ এড়াতে উত্তরাখণ্ডে নিষিদ্ধ দেশি বিদেশি পর্যটক

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশি বিদেশি পর্যটকের প্রবেশ নিষিদ্ধ করল উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Govt)। শুক্রবারই এই নির্দেশিকা জারি হয়েছে। একই সঙ্গে ৩১ মার্চ পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। আইসিএমআর যখন জানিয়ে দিল দেশে কোভিড-১৯ পজিটিভ ২০০ ছাড়িয়েছে। তখনই রাজ্যে বিদেশি ও দেশি পর্যটকের প্রবেশ নিষিদ্ধ করল উত্তরাখণ্ড সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোরনাভাইরাসের মতো মারাত্মক মারণ রোগের সংক্রমণ এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকালেই রাজ্য প্রশাসনের তরফে একটি পোস্টার প্রচার করা হয়। তাতে লেখা ছিল পুলিশকর্মীদের সুস্থ রাখতে বাসিন্দারা প্রত্যেকে বাড়িতেই থাকুন। সেই পোস্টারেই লেখাছিল রাজ্যবাসীর স্বার্থে কাজ করছেন পুলিশকর্মীরা। তাঁদের ছুটি নেই।

উত্তরাখণ্ড (Photo Credit: PTI)

দেরাদুন, ২০ মার্চ: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশি বিদেশি পর্যটকের প্রবেশ নিষিদ্ধ করল উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Govt)। শুক্রবারই এই নির্দেশিকা জারি হয়েছে। একই সঙ্গে ৩১ মার্চ পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। আইসিএমআর যখন জানিয়ে দিল দেশে কোভিড-১৯ পজিটিভ ২০০ ছাড়িয়েছে। তখনই রাজ্যে বিদেশি ও দেশি পর্যটকের প্রবেশ নিষিদ্ধ করল উত্তরাখণ্ড সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোরনাভাইরাসের মতো মারাত্মক মারণ রোগের সংক্রমণ এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকালেই রাজ্য প্রশাসনের তরফে একটি পোস্টার প্রচার করা হয়। তাতে লেখা ছিল পুলিশকর্মীদের সুস্থ রাখতে বাসিন্দারা প্রত্যেকে বাড়িতেই থাকুন। সেই পোস্টারেই লেখাছিল রাজ্যবাসীর স্বার্থে কাজ করছেন পুলিশকর্মীরা। তাঁদের ছুটি নেই।

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, সেই পোস্টারে লেখা ছিল, “আমরা আপনাদের জন্য কাজ করছি। অনুগ্রহ করে আপনারা আমাদের জন্য বাড়িতে থাকুন।” এই আবদেন ইংলিশ ও হিন্দিতে লিখে পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে গোটা উত্তরাখণ্ডে। কেরালার তরফে সমস্ত গাড়ি আজই বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যের সীমানা পার করতে পারবে না কোনও গাড়ি। ইতিমধ্যেই তা ঘোষণা হয়ে গেছে। মহামারীর দাপটে সমস্ত রকমের সমাবেশ নিষিদ্ধ হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা অত্যন্ত বেশি। তাই আক্রান্তের সংখ্যাও প্রচুর। এই পরিস্থিতিতে রাম নবমী উদযাপিত হলে সংক্রমণ বাড়বে। তাই মহামারী রুখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর প্রদেশে, স্কুল, কলেজ, শপিংমল, সিনেমা হল, সুইমিং পুল, জিম, সব বন্ধ করা হয়েছে। সমস্ত সমাবেশ বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রবিবার ২২ তারিখ জনতা কার্ফিউয়ের আবেদন করেছেন। ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি কমাতে চাইছেন তিনি। আরও পড়ুন-Ram Navami 2020 Celebrations In Ayodhya Cancelled: করোনার কাঁটা, অযোধ্যায় স্থগিত রাম নবমীর উদযাপন

ভয়াবহতা দিনে দিনে বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্ত ২০৬ জন। মৃত ৪। কলকাতাথে ফের এক করোনাভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছে। দেশের পরিস্থিতি দেখে পূর্ব নির্ধারিত রাম নবমী উদযাপন (Ram Navami celebrations) বন্ধ রাখল যোগী। এবছর আগামী ২৫ মার্চ থেকে শুরু হয়ে রাম নবমীর উৎসব চলত ২ এপ্রিল পর্যন্ত। কিন্তু মহামারীর দাপটে তা এবার আর হচ্ছে না। অযোধ্যা মামলায় জেতার কারণ এবার প্রথম রাম নবমীতে রথযাত্রা ও শোভাযাত্রার আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। তা-ও বাতিল হয়ে গেল।



@endif